NIFT Srinagar Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক প্রয়োজন, পড়াতে হবে ফ্যাশন সংক্রান্ত বিষয়—আবেদনের সুযোগ পাবেন কারা?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, শ্রীনগর-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১১:১২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফ্যাশন সংক্রান্ত বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন? শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগদানের সুযোগ পেতে পারেন এমন প্রার্থীরা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, শ্রীনগর-এ ওই পদে ১৫ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

অ্যাক্সেসরি ডিজ়াইন, প্রোডাক্ট ডিজ়াইন, জুয়েলারি ডিজ়াইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজ়াইন, ফুটঅয়্যার ডিজ়াইন, স্পেস ডিজ়াইন, টেক্সটাইল ডিজ়াইন, টেক্সটাইল টেকনোলজি, ইন্টেরিয়র ডিজ়াইন, ফ্যাশন ম্যানেজমেন্ট, অন্ত্রেপ্রেনিওরশিপ— এই সমস্ত বিষয় পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা চাকরির সুযোগ পাবেন।

এ ছাড়াও স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও ওই পদে চাকরির সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের ওই অভিজ্ঞতা এক বছরের থাকলেই চলবে। কাজের অভিজ্ঞতা, প্রাপ্ত ডিগ্রি এবং ইন্টারভিউয়ের নিরিখেই চূড়ান্ত পদে নিয়োগ করা হবে।

নিযুক্তদের প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। কাজ করতে হবে ছ’মাসের চুক্তিতে। আগ্রহীরা ই-মেল মারফত আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৪ ডিসেম্বর।

Advertisement
আরও পড়ুন