UBKV Recruitment 2025

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহায়ক পদে কর্মী প্রয়োজন, কারা আবেদনের সুযোগ পাবেন?

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলারস’ শীর্ষক পাঠক্রমের পঠনপাঠন সহায়ক পদে কর্মী প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫২
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দেবে চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয়ের নোডাল ট্রেনিং ইনস্টিটিউট-এ একটি কোর্সে সহায়ক তথা ফেসিলিটেটর পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

‘ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলারস’ কোর্সে ওই পদে কাজ করতে হবে। তাঁর কৃষিবিদ্যা বা উদ্যানবিদ্যায় স্নাতক হওয়া প্রয়োজন। এ ছাড়াও কৃষিকাজ, চাষযোগ্য শস্য নিয়ে গবেষণার অন্তত ২০ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা চাই। তবে, ওই পদে একজনকে নিয়োগ করা হবে।

নিযুক্তকে প্রতি মাসে ২২,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁকে মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। নিযুক্তের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ের মালদহের রিজিওনাল রিসার্চ সাব স্টেশন-এ ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। ১৮ ডিসেম্বর ইন্টারভিউ হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন