NRDC Recruitment 2025

ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনে কর্মখালি, কোন কোন পদে হবে নিয়োগ?

নয়া দিল্লি, পুণে, ভুবনেশ্বর, গুয়াহাটিতে নিযুক্তদের মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৪:৫২
Govt Jobs 2025.

ছবি: সংগৃহীত।

ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্য়ানেজার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ পাঁচটি।

Advertisement

বাণিজ্য, বিজ্ঞান, কলা, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্য়ানেজার পদে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের সরকারি বিভাগ কিংবা বেসরকারি সংস্থায় উল্লিখিত পদে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজ়াইন, প্ল্যানিং, ইরেকশন সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ২৬ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

দশম উত্তীর্ণ ব্যক্তিরা মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। পদপ্রার্থীদের বয়স ৩১ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

নিযুক্তদের নয়া দিল্লি, পুণে, ভুবনেশ্বর, গুয়াহাটিতে মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। আগ্রহীরা ডাকযোগে কিংবা ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে পারবেন। এর জন্য আবেদনমূল্য হিসাবে ৫৯০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩০ মে। আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন