NSD Recruitment 2025

ন্যাশনাল স্কুল অফ ড্রামায় কর্মখালি, কোন কোন পদে হবে নিয়োগ?

আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। নিযুক্তেরা প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ১, ১২,৪০০ টাকা বেতন হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৪:৫১
National School of Drama.

ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল স্কুল অফ ড্রামায় কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অধীনস্থ এই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট লাইট অ্যান্ড সাউন্ড টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ওয়্যারড্রোব সুপারভাইসর এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মখালি রয়েছে। মোট শূন্যপদ আটটি।

Advertisement

লাইট অ্যান্ড সাউন্ড টেকনিশিয়ান পদে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন এবং ইলেক্ট্রিক্যাল কিংবা সাউন্ড টেকনোলজি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের কোনও থিয়েটার কিংবা সমতুল্য ক্ষেত্রে লাইটিং এবং সাউন্ড অপারেশন বিভাগে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

অ্যাসিস্ট্যান্ট ওয়্যারড্রোব সুপারভাইসর হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে কাটিং বা টেলরিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। কোনও থিয়েটারে সংশ্লিষ্ট পদে পূর্বে ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। উল্লিখিত দু’টি পদে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ এবং ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা রয়েছে, এমন ব্যক্তিকে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের দ্বাদশ উত্তীর্ণ হওয়া আবশ্যক। বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৮ এপ্রিল। আবেদনমূল্য ৫০০ টাকা। এই বিষয়ে আরও জানতে ন্যাশনাল স্কুল অফ ড্রামার ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন