Railtel Govt Jobs 2025

আইটি ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ, রেল মন্ত্রক অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থায় চলছে নিয়োগ

ইঞ্জিনিয়ারদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। তবে এর জন্য আবেদনপত্র পাঠানো আবশ্যক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:৪১
RailTel Corporation of India Limited.

রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মখালি। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কনট্র্যাকচুয়াল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করবে। ওই কাজের জন্য ছ’টি শূন্যপদ রয়েছে।

Advertisement

ওই পদে ইনফরমেশন টেকনোলজি (আইটি), সিভিল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম দু’বছর ভারতীয় রেল বিভাগের টেলিকমিউনিকেশন, সিগন্যালিং কিংবা সমতুল্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তিরা মাসে ৩০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। তাঁদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের খড়্গপুর, পটনা, ধানবাদে কর্মস্থল হবে। তবে কাজের প্রয়োজনে অন্যত্রও যেতে হতে পারে।

ইঞ্জিনিয়ারদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। ডাকযোগে আবেদন পাঠানোর শেষ দিন ৩০ জুলাই। ২০ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে। তবে ওই সূচির পরিবর্তন হতে পারে। তাই বিশদ তথ্যের জন্য রেলটেলের ওয়েবসাইটটি (railtel.in) দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন