RRB Technician recruitment 2025

রেলে ৬ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, কাজের সুযোগ রয়েছে কলকাতাতেও

নিযুক্তরা রেলের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এস অ্যান্ড টি-সহ নানা বিভাগে কাজের সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৫:০৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ভারতীয় রেলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)। জানানো হয়েছে, রেলের বিভিন্ন বিভাগে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা সম্প্রতি শুরু হয়েছে।

Advertisement

রেলে নিয়োগ হবে টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড-৩ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬,২৩৮। এর মধ্যে কলকাতায় রয়েছে ১,৪৩৪টি শূন্যপদ। নিযুক্তেরা রেলের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এস অ্যান্ড টি-সহ নানা বিভাগে কাজের সুযোগ পাবেন।

টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড-৩ পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ১৮-৩৩ বছর এবং ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

পদের অনুযায়ী, আবেদনকারীদের কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ, ব্যাচেলর্স ডিগ্রি বা কোনও টেকনিক্যাল বিষয়ে যোগ্যতাসম্পন্ন থাকতে হবে। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের রেলের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ২৫০ এবং ৫০০ টাকা। আগামী ২৮ জুলাই আবেদন জানানোর এবং ৩০ জুলাই আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন।

সংশ্লিষ্ট পদগুলিতে কম্পিউটা নির্ভর পরীক্ষা বা সিবিটি-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের আগে যাচাই করা হবে সমস্ত নথি।

Advertisement
আরও পড়ুন