ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থার তরফে জানানো হয়েছে, দু’টি পদমর্যাদায় নিয়োগ হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় ট্রেনি ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি অফিসার-১ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১১৯। সংস্থার ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এবং ফিন্যান্স বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। তাঁদের পোস্টিং হবে শিলং, জম্মু কাশ্মীর, লেহ লাদাখ, দিল্লি-সহ দেশের অন্য অঞ্চলে।
ট্রেনি ইঞ্জিনিয়ারদের প্রথমে দু’বছরের জন্য সংস্থায় কাজ করতে হবে। এর পর সেই মেয়াদ শর্তসাপেক্ষে আরও এক বছর বাড়ানো হতে পারে। ট্রেনি অফিসারদের কাজের মেয়াদ উল্লেখ করা নেই বিজ্ঞপ্তিতে। উভয় পদে নিযুক্তদের বেতন হবে মাসে ৩০,০০০ টাকা। এ ছাড় অন্য খাতে ভাতাও দেওয়া হবে।
অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা সমস্ত পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ট্রেনি ইঞ্জিনিয়ার-১ পদের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের কোনও বিষয়ে বিটেক, বিই, বিএসসি ডিগ্রি থাকতে হবে। ট্রেনি অফিসার পদের জন্য রয়েছে যোগ্যতার পৃথক মাপকাঠি, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত কিউআর কোড-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জমা দিতে ১৫০ টাকা আবেদনমূল্য। আগামী ৯ জানুয়ারি রেজিস্ট্রেশনের শেষ দিন। এর পর ১১ জানুয়ারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণেরাই সংস্থায় কাজের সুযোগ পাবেন।