RITES Limited Recruitment 2025

রাইটস লিমিটেডে চাকরির সুযোগ, রয়েছে ১১টি শূন্যপদ

পদমর্যাদা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের সর্বাধিক বার্ষিক বেতন হবে ১১ লক্ষ ৩৮ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:২৫
RITES Limited

রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। সম্প্রতি রাইটস লিমিটেডের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় দক্ষ পেশাদার নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় সিনিয়র রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, প্ল্যানিং অ্যান্ড প্রোকিয়োরমেন্ট ইঞ্জিনিয়ার, সেকশন ইঞ্জিনিয়ার, ড্রয়িং অ্যান্ড ডিজ়াইন ইঞ্জিনিয়ার এবং কিউএস অ্যান্ড বিলিং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১১। সংস্থার বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদমর্যাদা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের সর্বাধিক বার্ষিক বেতন হবে ১১ লক্ষ ৩৮ হাজার টাকা।

সংস্থার সিভিল বিভাগে সেকশন ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, চার থেকে সাত বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। এর জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২৯ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন