Project Work 2026

মাইক্রবায়োলজি বিভাগে গবেষক খুঁজছে সিকিম বিশ্ববিদ্যালয়, আবেদন গ্রহণ করা হবে কত দিন?

প্রতিষ্ঠানে ‘স্কুল অফ সায়েন্সেস’-র মাইক্রবায়োলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রের ‘ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি’-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮
সিকিম বিশ্ববিদ্যালয়।

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জানানো হয়েছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ‘স্কুল অফ সায়েন্সেস’-এর মাইক্রবায়োলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রের ‘ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে সাম্মানিক মিলবে ৩০ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যাচারাল সায়েন্সেস অথবা এগ্রিকালচার সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তর হলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ জানুয়ারি ২০২৬। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন