WB Govt Job 2026

দক্ষিণ ২৪ পরগনার সরকারি হাসপাতালে সায়েন্টিস্ট বি চাই, আবেদনের শেষ দিন কবে?

চুক্তির ভিত্তিতে প্রথমে ছ’মাস থাকবে চাকরির মেয়াদ, যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে ৫৬ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৫:৪৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এই নিয়োগ করা হবে।

Advertisement

ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সায়েন্টিস্ট বি প্রয়োজন মেডিক্যাল বিভাগে কাজের জন্য। চুক্তির ভিত্তিতে প্রথমে ছ’মাস থাকবে চাকরির মেয়াদ, যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে ৫৬ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকা চাই। যদি ডক্টর অফ মেডিসিন ডিগ্রি থাকে তা হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ ২৪ পরগনার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি (https://s24pgs.gov.in/) দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন