SBI Recruitment 2025

বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি সামলনোর অভিজ্ঞতা রয়েছে! এসবিআই দেবে ম্যানেজার হওয়ার সুযোগ

মুম্বইয়ের দফতরে কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে এসবিআই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১২:২১
State Bank of India.

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ছবি: সংগৃহীত।

একাধিক পদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ব্যাঙ্কে ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে কর্মী প্রয়োজন। উল্লিখিত পদে ১০ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

বিজ়নেস ম্যানেজমেন্ট, বিজ়নেস অ্যানালিটিক্স, ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ছাড়াও ডেটা সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, সফট্অয়্যার ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, ম্যাথ্মেটিক্স, রাশিবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন।

তবে, প্রার্থীদের বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি সামলানো, রিস্‌ক অ্যানালিটিক্স, ভ্যালুয়েশন, জেনারেল অ্যাকাউন্টিং নিয়ে তিন থেকে পাঁচ বছর কোনও ব্যাঙ্ক কিংবা সমতুল প্রতিষ্ঠানে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের মেশিন লার্নিং, কৃত্রিম মেধা, ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওয়েব ক্রলিং, নিউট্রাল নেটওয়ার্ক-এর বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকাও দরকার।

ম্যানেজার পদে ২৮ থেকে ৪০ বছর এবং ডেপুটি ম্যানেজার পদে ২৫ থেকে ৩৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৬৪,৮২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য আগ্রহীদের অনলাইনে ৭৫০ টাকা ফি-সহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য এসবিআই-এর পোর্টাল ১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকছে।

Advertisement
আরও পড়ুন