Training for Pharmacist

ফার্মাসিতে উচ্চশিক্ষা! কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুযোগ দেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া

‘প্রফিশিয়েন্সি ট্রেনিং’-এর মাধ্যমে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া-র স্বাস্থ্য কেন্দ্রে কাজ শেখার সুযোগ পাবেন ফার্মাসিস্টরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৩:৩৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফার্মাসিতে ডিগ্রি রয়েছে? পড়াশোনার পর চাকরির খুঁজছেন? কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা।

Advertisement

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এর (সেল) স্বাস্থ্য কেন্দ্রে নবীন ফার্মাসিস্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। ‘প্রফিশিয়েন্সি ট্রেনিং’-এর জন্য মোট সাতজনকে বেছে নেবে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া দরকার।

প্রশিক্ষণটি ১২ মাস অর্থাৎ এক বছর পর্যন্ত চলবে। তবে, ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ চলাকালীন ফার্মাসিস্টদের জরুরি পরিষেবাও দিতে হবে। প্রতি মাসে তাঁরা ভাতা হিসাবে ১৭,০০০ থেকে ২০,০০০ টাকা পাবেন। সংস্থার স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসি কাউন্টার কিংবা মেডিক্যাল স্টোরে প্রতি দিন আট ঘণ্টা, প্রতি সপ্তাহে ৪৮ ঘণ্টা করে প্রশিক্ষণ চলবে।

প্রশিক্ষণ নিতে আগ্রহীদের ৫ ডিসেম্বর সেল-এর ধানবাদের দফতরে ইন্টারভিউয়ের জন্য আসতে হবে। সকাল ১০ টা থেকে বেলা ১২টার মধ্যে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের অন্তত দু’দিন আগে আগ্রহীদের ই-মেল মারফত আগাম আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন