WB Govt Recruitment 2025

কোচবিহারের তথ্য ও সংস্কৃতি দফতরে কর্মখালি, আপার ডিভিশন ক্লার্ক পদে চাকরির সুযোগ

নিযুক্ত ব্যক্তিকে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার নিরিখে ১২ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৬:০৬
Upper Division Clerk Jobs.

নিযুক্ত ব্যক্তিকে তথ্য ও সংস্কৃতি দফতরের অফিসে কাজ করতে হবে। প্রতীকী চিত্র।

কোচবিহারের তথ্য ও সংস্কৃতি দফতরে কর্মখালি। সংশ্লিষ্ট দফতরে আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে তথ্য ও সংস্কৃতি দফতরের অফিসে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে সরকারি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের অডিট, অ্যাকাউন্টিং নিয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও কম্পিউটার ব্যবহার করে কাজ করার বিষয়ে সাবলীল হওয়া আবশ্যক।

তবে রাজ্যের প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। আবেদনকারীর কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার নিরিখে প্রতি মাসে ১২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৬ জুন। এই বিষয়ে আরও জানতে রাজ্যের প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে (wb.gov.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন