UPSC New Application Portal 2025

ইউপিএসসি-র পরীক্ষায় আবেদনের জন্য চালু নতুন পোর্টাল, ঘোষণা কমিশনের

কমিশনের তরফে জানানো হয়েছে, এ ভাবে সমস্ত নথি আগাম জমা দেওয়া হলে পরীক্ষার আগে শেষ মুহূর্তে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পরীক্ষার্থীদের সমস্যা হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৮:৪৮
UPSC

ইউপিএসসি। ছবি: সংগৃহীত।

বিভিন্ন সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) পরীক্ষাগুলি অন্যতম। এ বার সেই পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় বদল আনতে চলেছে কমিশন। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তেমনটাই জানানো হয়েছে তাদের তরফে।

Advertisement

ইউপিএসসি-র তরফে প্রতি বছর একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়। এত দিন পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য থাকত ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ ব্যবস্থা। ইউপিএসসি-র ওয়েবসাইটে নিজেদের ই-মেল আইডি এবং মোবাইল নম্বরের মাধ্যমেই নাম নথিভুক্ত করে সমস্ত পরীক্ষার জন্য আবেদন করতে পারতেন তাঁরা। এ বার সেই ব্যবস্থাতেই এল পরিবর্তন।

এখন থেকে এই ব্যবস্থায় বদল আনা হল। পরীক্ষায় আবেদনের জন্য চালু করা হল নতুন ওয়েবসাইট। বিজ্ঞপ্তিতে প্রকাশ, পরীক্ষার্থীদের upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে আধার কার্ডের প্রতিলিপি পরিচিতিপত্র বা আইডি কার্ড হিসাবে জমা দিতে হবে। এতে নথি যাচাইকরণের ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি, তাঁদের প্রয়োজনীয় বাকি নথিও জমা দিতে হবে। এর পর জমা দেওয়া নথির ভিত্তিতেই সমস্ত পরীক্ষার জন্য তাঁরা আবেদন করতে পারবেন। বার বার এ সংক্রান্ত কোনও নথি তাঁদের জমা দিতে হবে না।

কমিশনের তরফে জানানো হয়েছে, এ ভাবে সমস্ত নথি আগাম জমা দেওয়া হলে পরীক্ষার আগে শেষ মুহূর্তে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পরীক্ষার্থীদের সমস্যা হবে না।

আবেদন জানাতে হবে চারটি ধাপে। এর পর যে কোনও পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই তাঁরা কোনও তথ্য বা নথি ছাড়াই আবেদন জানাতে পারবেন। এর ফলে যেমন তাঁদের সময় বাঁচবে, পাশাপাশি আবেদনপত্র জমা করার ক্ষেত্রে ভুলভ্রান্তি এড়ানোও সম্ভব হবে।

আবেদন জানানোর জন্য নয়া ওয়েবসাইটের চারটি ভাগ রয়েছে—

১) অ্যাকাউন্ট তৈরি

২) ইউনিভার্সাল রেজিস্ট্রেশন

৩) কমন অ্যাপ্লিকেশন ফর্ম

৪) এগজ়ামিনেশন সেকশন

প্রথম তিনটি বিভাগের জন্য প্রয়োজনীয় তথ্য সব পরীক্ষার জন্যই এক। অর্থাৎ একবারই ওই তিনটি বিভাগ পূরণ করতে হবে তাঁদের। যে কোনও সময়েই তা করতে পারবেন তাঁরা। শুধু মাত্র, শেষ বিভাগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে পরীক্ষার্থীদের।

কমিশন জানিয়েছে, এ বছরের পরীক্ষার জন্য যাঁরা আগে আবেদন জানিয়েছিলেন, তাঁদের পুনরায় নতুন ওয়েবসাইটে সমস্ত তথ্য-সহ নাম নথিভুক্ত করতে হবে।

Advertisement
আরও পড়ুন