WBSSC Recruitment 2025

খেলাধূলায় দক্ষদের চাকরি দেবে আইআইটি গুয়াহাটি, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের পার্ট টাইম স্পোর্টস ইনস্ট্রাকটর এবং লাইফগার্ড হিসাবে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১২:০১
Job vacancy of part-time sports instructor and lifeguard  in IIT Guwahati.

আইআইটি গুয়াহাটিতে দক্ষ এবং অভিজ্ঞতা খেলোয়াড় ব্যক্তি প্রয়োজন। প্রতীকী চিত্র।

স্কোয়াশ খেলায় দক্ষ এবং কোচ হিসাবে অভিজ্ঞ হলে অথবা লাইফগার্ড হিসাবে কাজের শংসাপত্র থাকলে স্বল্প সময়ের চুক্তিতে চাকরি পাওয়া যেতে পারে আইআইটি প্রতিষ্ঠানে।

Advertisement

পার্ট টাইম স্পোর্টস ইনস্ট্রাকটার এবং লাইফগার্ড পদে কর্মী খুঁজছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।

পার্ট টাইম স্পোর্টস ইনস্ট্রাকটার পদে নিযুক্ত ব্যক্তির শারীরশিক্ষা বিষয়ে স্নাতক বা কোচিং বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও স্কোয়াশ খেলায় দক্ষতা এবং কোচ হিসাবে অভিজ্ঞতা থাকা আবশ্যক। উল্লিখিত পদে ন’মাসের চুক্তিতে কাজ করতে হবে।

লাইফগার্ডের বৈধ শংসাপত্র রয়েছে, এমন ব্যক্তিদের লাইফগার্ড হিসাবে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে কাজের মেয়াদ ১১ মাসের। উভয় পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

১৪ জুলাই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য আগ্রহীদের আইআইটি গুয়াহাটিতে উপস্থিত থাকা প্রয়োজন। ইন্টারভিউয়ের জন্য কোন নথি সঙ্গে রাখতে হবে, তা নিয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত (iitg.ac.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন