Govt Jobs in Darjeeling

সমাজ সেবা, নারী কল্যাণের কাজে অভিজ্ঞ! আধিকারিক প্রয়োজন দার্জিলিঙে, নিয়োগ রাজ্যের

রাজ্যে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে প্রোটেকশন অফিসার নিয়োগ করা হবে। নিযুক্তের কর্মস্থল হবে দার্জিলিং।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৫:২৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সমাজ সেবা, নারী কল্যাণ সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে চাকরির সুযোগ দেবে রাজ্যে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ। ওই বিভাগের অধীনে প্রোটেকশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

সমাজ সেবা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিদ্যা, আন্তর্জাতিক সম্পর্ক, আইন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই কাজে যোগদানের সুযোগ পাবেন। তাঁদের সমাজ সেবা, নারী কল্যাণ সংক্রান্ত কাজে অন্তত তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ওই পদে নিযুক্তকে প্রতি মাসে ২৩,০০০ টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে এক বছরের চুক্তিতে কাজ চলবে। তবে, রাজ্য সরকারি বিভাগের তরফে পাঁচ বছর পরে পদোন্নতির পর পারিশ্রমিকের অঙ্ক ২৬,০০০ টাকা এবং ১৫ বছর ৪০,০০০ টাকা হতে চলেছে।

আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। তাঁদের আবেদন বাছাই করার পর ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। ডাকযোগে আবেদনের শেষ দিন ২৮ জানুয়ারি।

Advertisement
আরও পড়ুন