WB Police Recruitment 2025

রাজ্য পুলিশের তরফে মুর্শিদাবাদে কর্মী নিয়োগ, কোন পদের জন্য?

শূন্যপদ তিনটি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৬:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্য পুলিশের তরফে চাকরির সুযোগ। মুর্শিদাবাদ জেলার জন্য নিয়োগ করা হবে কর্মী। সম্প্রতি এই মর্মে রাজ্য পুলিশের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ তিনটি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক হতে হবে। প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগের অবসরপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন।

আবেদন করবেন কী ভাবে?

রাজ্য পুলিশের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। আগ্রহীদের সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডি বা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ৩০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটটি (wbpolice.gov.in) দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন