Sanjay Dutt

মৃত্যুর পরে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয়ের নামে! অচেনা ভক্তের কাণ্ডে কী সিদ্ধান্ত নেন অভিনেতা?

নিশা পাতিল নামে সেই অনুরাগী ছিলেন সঞ্জয় দত্তের অন্ধ ভক্ত। তাই নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গেলেন অভিনেতার নামে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬
A fan of Sanjay Dutt left her property worth 72 cr for the actor

সঞ্জয় দত্তের জন্য কে রেখে গেলেন ৭২ কোটির সম্পত্তি? ছবি: সংগৃহীত।

মাদক থেকে জঙ্গিযোগ— একাধিক বিতর্কে জড়িয়েছেন সঞ্জয় দত্ত। তবু তাঁকে নিয়ে তাঁর অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। এমনকি এক অনুরাগী মৃত্যুর আগে তাঁর সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন অভিনেতার নামে!

Advertisement

নিশা পাটিল নামে ওই মহিলা ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। তাই নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন অভিনেতার নামে। অথচ জীবদ্দশায় নিশা নাকি কখনও সঞ্জয়ের সঙ্গে দেখাও করেননি। বরাবরই পর্দায় দেখে এসেছেন অভিনেতাকে।

২০১৮ সালে ঘটনা। নিশা নামের সেই অনুরাগী ৭২ কোটি টাকার সম্পত্তি তাঁর নামে লিখে দিয়ে গিয়েছেন জেনে অবাক হয়ে গিয়েছিলেন সঞ্জয়। মুম্বইয়ের বাসিন্দা ৬২ বছরের নিশা পাটিল জটিল অসুখে ভুগছিলেন। মৃত্যুর আগেই তাই নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে। অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার আর্জি জানাতে একাধিক বার ব্যাঙ্কে চিঠি লিখে পাঠিয়েছিলেন নিশা। পুরো বিষয়টি পরে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয়।

তবে কোটি কোটি টাকার সম্পত্তি তাঁর নামে অনুরাগী লিখে দিয়ে গেলেও, তা নিয়ে কোনও আগ্রহ দেখাননি সঞ্জয় নিজে। স্পষ্ট জানিয়েছিলেন, নিশা পাটিলকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন না। পুরো পরিস্থিতিতে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। সঞ্জয়ের আইনজীবীও স্পষ্ট জানিয়েছিলেন, এই ৭২ কোটি টাকার সম্পত্তি নেওয়ার কোনও অবিপ্রায় নেই অভিনেতার।

সঞ্জয় সেই সময়ে বলেছিলেন, “আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাটিলকে চিনতামই না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি।” চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ১৩৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন