Dhanush & Mrunal Thakur

ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন ধনুষ? বিবাহবিচ্ছেদের রেশ কাটতেই নতুন সম্পর্কে দক্ষিণী তারকা!

১ অগস্ট জন্মদিন ছিল ম্রুনাল ঠাকুরের। অভিনেত্রীর সেই তারকা খচিত জন্মদিনে ধনুষ আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১১:১০
প্রেম করছেন ধনুষ ও ম্রুণাল?

প্রেম করছেন ধনুষ ও ম্রুণাল? ছবি: সংগৃহীত।

বিনোদন জগতে নতুন প্রেম? দক্ষিণী অভিনেতা ধনুষের বিবাহবিচ্ছেদ হয়েছে, খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই নাকি নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে নাকি তিনি প্রেম করছেন। সমাজমাধ্যমের একটি ভিডিয়োকে ঘিরে এই নতুন গুঞ্জন তৈরি হয়েছে বিনোদন জগতে। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে দু’জনকে।

Advertisement

কিছু দিন আগেই, ১ অগস্ট জন্মদিন ছিল ম্রুনাল ঠাকুরের। অভিনেত্রীর সেই তারকা খচিত জন্মদিনে ধনুষ আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে। জন্মদিনের এই অনুষ্ঠান থেকেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধনুষ। হাত ধরেই তাঁরা বেশ ঘনিষ্ঠ ভাবে কথা বলছেন। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নেটাগরিকের মনে প্রশ্ন উঠেছে,ধনুষ ও ম্রুণাল কি প্রেম করছেন?

এই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে আরও একটি ঘটনা। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন ধনুষ। সেই প্রদর্শন থেকেও একটি ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। সেখানেও ম্রুণাল ও ধনুষকে একসঙ্গে দেখা গিয়েছে। বেশ ঘনিষ্ঠ ভাবেই কথা বলছিলেন বলে মনে করছেন নেটাগরিকেরা। একজন সমাজমাধ্যমে লিখেছেন, “এখনও হয়তো আমরা নিশ্চিত নই। কিন্তু কিছু তো একটা চলছে দু’জনের মধ্যে।” তবে এই প্রথম নয়। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধনুষ ও ম্রুণালকে। অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন কণিকা। সেখানেও ধনুষ ও ম্রুণালকে একসঙ্গেই দেখা গিয়েছিল। এই জল্পনায় এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি দুই তারকার তরফ থেকে।

২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে পথ আলাদা হয়ে যায় ধনুষের। দীর্ঘ ১৮ বছর তাঁরা বিবাহিত ছিলেন।

Advertisement
আরও পড়ুন