Dharmendra health update

গুজব উড়িয়ে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র! এক সপ্তাহ পরে তাঁর শারীরিক অবস্থা কেমন?

হেমা মালিনীও জানিয়েছিলেন, এই সময়ে বাড়ির লোকের সঙ্গ প্রয়োজন তাঁর। কিছুটা কি উন্নতি হয়েছে অভিনেতার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২১:১৭
এখন কেমন আছেন ধর্মেন্দ্র?

এখন কেমন আছেন ধর্মেন্দ্র? ছবি: সংগৃহীত।

ছড়িয়ে পড়েছিল মৃত্যুর গুজব। কান্নায় ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। কিন্তু অসুস্থতার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। তার পর থেকে কেটে গিয়েছে এক সপ্তাহ। এখন কেমন আছেন বলিউডের ‘হি ম্যান’?

Advertisement

৩১ অক্টোবর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৯ বছরের অভিনেতা। সঙ্কটজনক ছিল তাঁর অবস্থা। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার সামান্য উন্নতি হওয়ায় গত সপ্তাহে বুধবার মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পান ধর্মেন্দ্র। জানা যায়, বাড়িতেও একই রকম ভাবে চিকিৎসা চলবে তাঁর। বাড়িতেও সমস্ত রকমের সাপোর্টে রয়েছেন তিনি।

ব্রিচক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রণীত সমদানি বলেছিলেন, “বাড়িতে ধর্মেন্দ্রের সমস্ত রকমের চিকিৎসা চলবে। পরিবার ওঁকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওখানেই সব ব্যবস্থা থাকবে।” হেমা মালিনীও জানিয়েছিলেন, এই সময়ে বাড়ির লোকের সঙ্গ প্রয়োজন তাঁর। কিছুটা কি উন্নতি হয়েছে অভিনেতার?

ধর্মেন্দ্রের পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যকে বলেছেন, “উনি এখন ভাল আছেন। আগের থেকে উন্নতি হচ্ছে।

আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র ৯০ বছরের জন্মদিন। পরিবারের সঙ্গেই এই দিন তিনি থাকবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নাকি জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই নিয়ে পরিবার ও আত্মীয়েরা খুবই উত্তেজিত। ধর্মেন্দ্রের আগেই ২ ডিসেম্বর তাঁর কন্যা ইশা দেওলের জন্মদিন। তাই ডিসেম্বর জুড়ে দেওল পরিবারে খুশির হাওয়া।

ধর্মেন্দ্রের মৃত্যুর গুজব নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন হেমা মালিনী ও ইশা দেওল। বর্ষীয়ান তারকা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরে হেমা মালিনী বলেছিলেন, “ভাল লাগছে, উনি হাসপাতাল থেকে ফিরে এসেছেন। ওঁর এখন নিজের প্রিয়জনদের মাঝে থাকা উচিত। বাকি সব ঈশ্বরের হাতে।”

Advertisement
আরও পড়ুন