Kartik Aaryan

ডেটিং অ্যাপে কার্তিকের অ্যাকাউন্টে বয়স কম? কিশোরীর সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই নতুন বিতর্কে অভিনেতা

নিউ ইয়র্কের এক নেটপ্রভাবী কার্তিকের এই অ্যাকাউন্টের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। এই নেটপ্রভাবী মহিলাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপন নিয়ে কনটেন্ট তৈরি করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ২০:৩৯
A woman claimed that she came across Kartik Aaryan’s profile on a dating app

ডেটিং অ্যাপ-এ কার্তিক আরিয়ান? ছবি: সংগৃহীত।

বিতর্ক পিছু ছাড়ছে না কার্তিক আরিয়ানের। অষ্টাদশী পড়ুয়ার সঙ্গে নাম জড়ানোয় কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। এ বার ফাঁস হয়ে গেল অভিনেতার ডেটিং অ্যাপের অ্যাকাউন্ট! ফের আলোচনায় উঠে এলেন অভিনেতা।

Advertisement

নিউ ইয়র্কের এক নেটপ্রভাবী কার্তিকের এই অ্যাকাউন্টের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। এই নেটপ্রভাবী মহিলাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপন নিয়ে কনটেন্ট তৈরি করেন। তাঁর দাবি, ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে ‘রায়া’ নামে একটি ডেটিং অ্যাপে কার্তিকের প্রোফাইলটি দেখতে পান তিনি। সেখানে কার্তিকের বয়স লেখা ছিল ৩২ বছর। অথচ সেই সময়ে অভিনেতার আসল বয়স ছিল ৩৫। জানিয়েছেন সেই নেটপ্রভাবী।

১৮ বছরের করিনা কুবলিয়ুটের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ানোমাত্রই কার্তিককে ‘পেডোফাইল’ বলে কটাক্ষ করা হচ্ছে। এই প্রসঙ্গে নেটপ্রভাবী তাঁর ভিডিয়োয় বলেছেন, “এ সব কী হচ্ছে! ৩৬ বছরের একটা লোক ১৮ বছরের একটা মেয়ের সঙ্গে প্রেম করছেন! মেয়েটাকেই বা কেন সবাই এত কটাক্ষ করছেন?”

কার্তিক গোয়া থেকে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। ছবিতে শুধুই তাঁর একজো়ড়া পা দেখা যাচ্ছিল। একই সময়ে কিশোরী করিনাও একটি ছবি তাঁর সমাজমাধ্যমে ভাগ করে নেন। একই সমুদ্রসৈকত, বুঝতে অসুবিধা হয়নি নেটাগরিকের। কার্তিকের ছবিতে একটি ভলিবলের কোর্ট দেখা গিয়েছিল, যা করিনার ছবিতেও দৃশ্যমান। কিন্তু করিনার দাবি, তিনি তাঁর পরিবারের সঙ্গে গোয়া বে়ড়াতে গিয়েছিলেন। এমনকি নিজের সমাজমাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি নাকি কার্তিককে চেনেনই না। অথচ করিনাকে ইনস্টাগ্রামে ‘ফলো’ করতেন কার্তিক। প্রেমের গুঞ্জন ছড়াতেই তিনি অষ্টাদশী কলেজ পড়ুয়াকে ‘আনফলো’ করে দেন। এই প্রসঙ্গে এখনও নীরব রয়েছেন কার্তিক আরিয়ান।

Advertisement
আরও পড়ুন