Aamir Khan

প্রেম করছেন আমির খান, প্রকাশ্যে প্রেমিকার নাম! রয়েছে শাহরুখ খানের সঙ্গে বিশেষ যোগ

এখন জানা যাচ্ছে, ফতিমা নয়, আমিরের জীবনে এসেছেন অন্য কেউ। সম্পর্কে নাকি বেশ নিমজ্জিত আমির। তবে এখনও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪০
Aamir Khan is reportedly dating a Bengaluru woman and her name has been revealed d

আমিরের প্রেমিকার নামের সঙ্গে শাহরুখের যোগ! ছবি: সংগৃহীত।

ফের প্রেমে পড়েছেন আমির খান। কিছু দিন আগেই এই খবর ছড়িয়ে পড়েছিল। সেই খবর নাকি মোটেই গুজব নয়। সত্যিই এক সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। আগেই জানা গিয়েছিল নতুন প্রেমিকা বেঙ্গালুরু নিবাসী। এ বার প্রকাশ্যে এল তাঁর নাম। সেই মহিলার নামের সঙ্গে নাকি শাহরুখ খানের বিশেষ সম্পর্ক রয়েছে।

Advertisement

প্রায়ই ব্যক্তিগত সম্পর্কের জন্য চর্চায় উঠে আসেন আমির। দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতার। কিন্তু দুই প্রাক্তন স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গেই সুসম্পর্ক তারকার। প্রায়ই প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে দেখাসাক্ষাৎ করেন। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ছবির কাজও চালিয়ে যাচ্ছেন। কিরণের সঙ্গে বিচ্ছেদের পরে শোনা গিয়েছিলে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শোনা যায়, সেই কারণেই নাকি কিরণের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, ফতিমা নয়, আমিরের জীবনে এসেছেন অন্য কেউ। সম্পর্কে নাকি বেশ নিমজ্জিত আমির। তবে এখনও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা।

বেঙ্গালুরুর সেই মহিলার নাম নাকি গৌরী। এখানেই শাহরুখের সঙ্গে রয়েছে বিশেষ মিল। শাহরুখের স্ত্রীর নাম যে গৌরী খান, তা সর্বজনবিদিত। বলিউডের আরও এক খানের জীবনে একই নামের প্রেমিকা। এই নিয়ে উত্তেজিত দুই খানেরই অনুরাগীরা। শোনা যাচ্ছে, আমিরের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন বেঙ্গালুরু নিবাসী গৌরী।

উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে ২০০৫ পর্যন্ত রিনা দত্তের সঙ্গে দাম্পত্য কাটিয়েছিলেন আমির। তার পরেই আমিরের জীবনে আসেন কিরণ রাও। বিয়ে করেন তাঁরা। কিন্তু সেই বিয়েও স্থায়ী হয়নি। ২০২১ সালে যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন