Aamir Khan

‘বিবাহবিচ্ছেদ হলেই কি শত্রুতা করতে হয়?’ প্রাক্তন স্ত্রী কিরণের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন আমিরের

আমিরের সঙ্গে ছবিতে সহ-পরিচালনার কাজ করতেন কিরণ। সেখান থেকেই দু’জনের আলাপ, প্রেম ও বিয়ে। তাই একসঙ্গে বহু কাজ করেছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:২২
প্রাক্তন স্ত্রী কিরণকে নিয়ে বললেন আমির!

প্রাক্তন স্ত্রী কিরণকে নিয়ে বললেন আমির! ছবি: সংগৃহীত।

আমির খানের প্রেমজীবন নিয়ে আলোচনার অন্ত নেই। অভিনেতা দু’টি বিবাহবিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছেন। গৌরী স্প্র্যাটের সঙ্গে একত্রবাসে রয়েছেন তিনি। তবে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তাঁর এখনও সুসম্পর্ক বজায় রয়েছে। “বিবাহবিচ্ছেদ হয়ে গেলে কি পরস্পরের শত্রু হয়ে যেতে হয়?” এমনই প্রশ্ন আমিরের। কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে সাক্ষাৎকারে কথাও বলেন তিনি।

Advertisement

আমিরের বক্তব্য, “কোনও চিকিৎসক কি কখনও বলেছেন, ডিভোর্স হয়ে গেলে পরস্পরের শত্রু হয়ে যেতে হয়? আমার সৌভাগ্য যে আমার জীবনে কিরণের মতো মানুষ এসেছেন এবং এখনও রয়েছেন।”

আমিরের সঙ্গে ছবিতে সহ-পরিচালনার কাজ করতেন কিরণ। সেখান থেকেই দু’জনের আলাপ, প্রেম ও বিয়ে। তাই একসঙ্গে বহু কাজ করেছেন তাঁরা। তাই আমিরের স্বীকারোক্তি, “আমরা একসঙ্গে বহু কিছু তৈরি করেছি। সেটা ব্যক্তিগত জীবন ও পেশা, দুই ক্ষেত্রেই। ভবিষ্যতেও আমরা এমন কাজ করব। মানবিকতা ও আবেগের দিক থেকে আমরা পরস্পরের সঙ্গে জুড়ে আছি এবং আজীবন তা-ই থাকব।”

কিরণও এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিচ্ছেদ হলেও তাঁদের সম্পর্ক অটুট। যৌথ সম্মতিতে বিচ্ছেদ হয়েছে তাঁদের। তবে বিবাহবিচ্ছেদের পর সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে, মানেন কিরণ। পরিচালকের কথায়, “আমাদের সম্পর্কের ধরনটা বদলে গেলেও আমাদের মধ্যে বন্ধুত্ব একই রয়েছে।’’ কিরণ জানান, তাঁরা এখনও নিজেদের এক পরিবার ভাবেন। অসম্ভব শ্রদ্ধা করেন। এমনকি, শারীরিক ঘনিষ্ঠতাও রয়েছে! কারণ মেয়ে আইরার বিয়েতে কিরণের গালে একঘর লোকের মাঝে চুমু দিয়ে বসেন আমির। তাই কিরণ জানান, তাঁরা একে অপরের সঙ্গে ততটাই স্বচ্ছন্দ।

Advertisement
আরও পড়ুন