Abhishek Chatterjee

ছোট পর্দার নতুন নায়িকা সাইনা, বাবা অভিষেকের কোন কোন উপদেশ মেনে চলছে সে?

কয়েক বছর হল বাবা অভিষেক চট্টোপাধ্যায়কে হারিয়েছে সে। কিন্তু বাবার স্মৃতি এখনও টাটকা সাইনা চট্টোপাধ্যায়ের মনে। ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে কোন কথাগুলো বেশি করে মনে পড়ছে তার?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৪:৩৬
বাবা কাছে না থেকেও ভীষণ ভাবে উপস্থিত সাইনার জীবনে।

বাবা কাছে না থেকেও ভীষণ ভাবে উপস্থিত সাইনার জীবনে। ছবি: সংগৃহীত।

বাবা অভিষেক চট্টোপাধ্যায়ই তার অনুপ্রেরণা। এ কথা বরাবর বলেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর আবার ছোটপর্দায় দেখা যাবে অভিষেক এবং সংযুক্তার কিশোরী মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কে। বাবাকে দেখে খুব ছোট থেকেই অভিনয় করার শখ তার। পড়াশোনার সঙ্গে সঙ্গে তাই সেই প্রস্তুতি নেওয়াও অনেক দিন থেকে শুরু করেছিল সাইনা। ছোট থেকে বাবার থেকেও নানা পরামর্শ নিত।

Advertisement

তাই তাঁর অবর্তমানেও ফ্লোরে পা দেওয়ার আগে বাবার বলা কথাগুলো বার বার মাথায় ঝালিয়ে নিচ্ছে সে। সদ্য প্রকাশ্যে এসেছে সাইনার নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। নতুন কাহিনির নাম ‘কনে দেখা আলো’। এই ধারাবাহিকে সাইনা ছাড়াও দেখা যাবে নন্দিনী দত্ত, সোমরাজ মাইতি এবং মৈনাক ঢোলকে।

ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে বাবার কোন কথাগুলো মনে পড়ছে সাইনার? আনন্দবাজার ডট কমকে খুদে অভিনেত্রী বলল, “এই ধারাবাহিকের কাহিনিও বেশ অন্যরকম। বাবা তো সারাক্ষণই আমার সঙ্গে আছেন। আমায় সব সময় বাবা বলতেন, ‘ক্যামেরার সামনে এমন ভাবে শট দেবে যেন মনে না হয় যে অভিনয় করছ।’ নিজেকে সাবলীল ভাবে ফুটিয়ে তোলার চেষ্টাই করছি। আর আমায় বলেছিলেন কখনও যেন সংলাপ মুখস্থ না করি, যেন আত্মস্থ করি। সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করছি।” ধারাবাহিকে শুটিং যেমন এক দিকে চলছে, তেমনই পড়াশোনার চাপও রয়েছে। দুই দিক সমান ভাবে চালানোর চেষ্টা করছে সাইনা। আর প্রতি মুহূর্তে সাইনার পাশে রয়েছেন তার মা।

Advertisement
আরও পড়ুন