Janhvi Kapoor

পুরুষদের সামনে বোকা সাজার ভান করেন জাহ্নবী! অকারণে কেন নিজের ভুল মাথা পেতে স্বীকার করেন তিনি?

সম্প্রতি টুইঙ্কল খন্না ও কাজলের অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন জাহ্নবী। জানান, পুরুষের অহং রক্ষা করার জন্য তাঁদের সামনে বোকা সেজে থাকেন তিনি!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২০:২০
পুরুষদের সামনে মনের কথা বলেন না জাহ্নবী!

পুরুষদের সামনে মনের কথা বলেন না জাহ্নবী! ছবি: সংগৃহীত।

পুরুষদের স্বাচ্ছন্দ্য বোধে আঘাত না দেওয়ার জন্যই নাকি বোকা সেজে থাকেন জাহ্নবী কপূর। নিজেই জানালেন অভিনেত্রী। ‘পুরুষতান্ত্রিক’ ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্যই নাকি এমন করেন তিনি।

Advertisement

সম্প্রতি টুইঙ্কল খন্না ও কাজলের অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন জাহ্নবী। জানান, পুরুষের অহং রক্ষার জন্যই তাঁদের সামনে বোকা সেজে থাকেন তিনি। জাহ্নবী বলেছেন, “আমি জানি, আমি সুবিধাপ্রাপ্ত জায়গা থেকে এসেছি। সম্প্রতি একটা বিষয় লক্ষ করেছি। এখন আমি একটা ঘরে বসে নিজে যা চাই সেটাই বলতে পারি। কিন্তু একটা সময়ে এমন কিছু পরিস্থিতিতে থেকেছি, যেখানে নিজেকে বোকা সাজিয়ে রাখতে হয়েছে।”

জাহ্নবীর কথা শুনে টুইঙ্কল জানান, তিনিও শুরুর দিকে একই কৌশলের আশ্রয় নিতেন। জাহ্নবী জানান, এখনও কিছু ক্ষেত্রে কোনও ছবিতে দৃশ্য পছন্দ না হলে তিনি সরাসরি বলতে পারেন না। পরিবর্তে নিজের অক্ষমতা প্রদর্শন করে বলেন, “আমি ঠিক বুঝতে পারছি না।” জাহ্নবী বলেন, “আমি এখনও এই লড়াইটা করছি। ১০টা ভাল কথা বলার পরে ভান করতে হয়, যেন আমিই বুঝতে পারিনি বা ওই দৃশ্যে অভিনয়ে করার যোগ্যতা আমার নেই। কিন্তু আসল কারণ হল, আমি ওই দৃশ্যে অভিনয়টাই করতে চাই না। ‘দৃশ্যটা একেবারে জঘন্য’— এটা বলে উঠতে পারি না। তার বদলে বলি, ‘আমিই বুঝতে পারছি না’।”

উল্লেখ্য, পর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সনী সংস্কারী কি তুলসী কুমারী’ ও ‘পরম সুন্দরী’।

Advertisement
আরও পড়ুন