Madhubani Goswami

‘পাটের মতো’, চুলের রং সোনালি করে বিতর্কে মধুবনী! অভিনেত্রী সাফ জানালেন...

অভিনেত্রী মধুবনী গোস্বামীকে অনেক দিন ছোট পর্দায় দেখেননি দর্শক। কিন্তু তাঁকে প্রতি দিন সমাজমাধ্যমের পাতায় দেখেন দর্শক। অভিনেত্রীর নতুন লুক নিয়ে শুরু সমালোচনা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৫:৪২
Actress Madhubani Goswami opens up about trolling regarding her look

চুলের রং নিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী মধুবনী গোস্বামী। ছবি: সংগৃহীত।

অনেক দিন হল অভিনয় থেকে দূরে অভিনেত্রী মধুবনী গোস্বামী। ছেলে কেশব, ইউটিউবের ব্যবসা, সঙ্গে নিজের সালোঁ— সব সামলে ছোট পর্দায় সময় দেওয়া এখন অভিনেত্রীর পক্ষে খুবই কঠিন, তেমনই দাবি তাঁর। মধুবনীর রোজনামচার বিভিন্ন ‘মুহূর্ত’ দেখা যায় সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে। সেখানে অভিনেত্রীর সাজপোশাককে কেন্দ্র করে নানা ধরনের মন্তব্যই দেখা যায়। সম্প্রতি নিজের চুলের রং বদলেছেন মধুবনী। অভিনেত্রীর সোনালি রঙের চুল দেখে একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরেছে তাঁর ফেসবুকের পাতা। কেউ লিখেছেন, ‘পাটের মতো চুল।’ কেউ আবার লিখেছেন, ‘ডাকিনী’। এত দিন সবটাই সহ্য করছিলেন তিনি। কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারলেন না। এই প্রথম নয়। আগে তাঁর মোটা শাঁখা, পলা পরা নিয়েও বিস্তর সমালোচনা হয়েছে। সম্প্রতি তিনি রুপোর বড় বড় নাকছাবি পরা শুরু করেছেন। সেটাও দর্শকের মনে ধরেনি।

Advertisement

এই সমালোচনা প্রসঙ্গেই আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হয়। অভিনেত্রী বললেন, “সত্যিই আর সহ্য করতে পারছিলাম না। জানি, অপমান করার জন্যই ‘ডাকিনী’ মন্তব্য করা হয়েছে আমার উদ্দেশে। কিন্তু এটা অনেকটা বড় শব্দ। ‘ডাকিনী’ খুবই ক্ষমতাশালী এক জন। এটার আমিই যোগ্যই নই। দর্শক অবশ্য না বুঝে মন্তব্য করেছেন, এটা বুঝতে পারছি।” নিজের কাজ নিয়ে তিনি এতটাই ব্যস্ত তাই কোনও মন্তব্য পড়ে নিজের সময় নষ্ট করতে চান না অভিনেত্রী। তবে এ সব মানুষের ‘অশিক্ষা’ তাঁকে ভাবাচ্ছে। অভিনেত্রী বললেন, “অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিয়ো করব এই বিষয়ে। কিন্তু সময় পাচ্ছিলাম না।” যদিও এই বার্তার মাধ্যমে আদৌ কিছু বদলাবে, তা তিনি আশা করেন না।

Advertisement
আরও পড়ুন