Pahalgam terror Attack

‘কাশ্মীর যাওয়ার আগে কলমা পড়ো, না হলে ফল ভুগতে হবে’, পাকিস্তানি বন্ধুর থেকে কী বার্তা পেলেন পায়েল?

কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করছিলেন পায়েল। কিন্তু কাশ্মীর যাওয়ার আগে যেন কলমা পড়ে যান পায়েল। পাকিস্তানি বন্ধুর সঙ্গে আলোচনা করতেই তাঁর থেকে থেকে এই সাবধানবার্তা পেলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৬:১৯
Actress Payel Ghosh said that her Pakistani friend asked her to learn Kalma

পায়েলকে কলমা পড়ার পরামর্শ। ছবি: সংগৃহীত।

বন্দুকধারী জঙ্গি তেড়ে আসতেই কলমা পড়তে শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। এই ভাবেই জঙ্গির হাত থেকে কোনও মতে বাঁচেন তিনি। কাশ্মীর যাওয়ার আগে নাকি কলমা পড়ে নেওয়া জরুরি। অভিনেত্রী পায়েল ঘোষকেও এমন পরামর্শ দিয়েছেন তাঁর পাকিস্তানের বন্ধু।

Advertisement

কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করছিলেন পায়েল। কিন্তু কাশ্মীর যাওয়ার আগে যেন কলমা পড়ে যান পায়েল। পাকিস্তানি বন্ধুর সঙ্গে আলোচনা করতেই তাঁর থেকে থেকে এই সাবধানবার্তা পেলেন অভিনেত্রী। এই পরামর্শ শুনে ঘটনা নিয়ে আরও বিরক্ত পায়েল। তিনি বুঝে উঠতে পারছেন না, আর কাশ্মীরে যাওয়া তাঁর উচিত হবে কি না। বন্ধুর সাবধানবার্তায় ফের হুমকির সুর লুকিয়ে ছিল কি না, তা নিয়েও ধন্দে পায়েল।

অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, “খুব বিরক্তিকর ঘটনা। আমি না ভেবেই এক পাকিস্তানি অভিনেতা-বন্ধুকে আমার কাশ্মীর যাওয়ার পরিকল্পনা জানালাম। টিকিটও কাটা হয়ে গিয়েছে। কিন্তু বুঝতে পারছি না, আমার যাওয়া উচিত কি না। নিজের দেশেই মানুষ সুরক্ষিত নয়। এই শোনার পর কি যাওয়ার সাহস থাকে?”

অভিনেত্রী আরও বলেন, “আমার বন্ধু জানান, কাশ্মীরে বেড়াতে যাওয়ার আগে কলমা শিখে নিতে হবে। না হলে ফল ভুগতে হবে। আমি জানি না, কোন ফল ভোগার কথা ও আমাকে বলছে। এই মন্তব্য শুনে সত্যিই আমার রাগ হচ্ছে। পহেলগাঁও-এর ঘটনা কি পাকিস্তানিদের কাছে মজার বিষয় হয়ে উঠেছে? সত্যিই এদের সঙ্গে বন্ধুত্ব রেখেও এখন অনুতাপ হচ্ছে। এখন শুধু নিহতদের পরিবারের জন্য প্রার্থনাই করতে পারি। ঈশ্বর যেন আমাদের সকলকে রক্ষা করে।”

Advertisement
আরও পড়ুন