Ranieeta Dash

‘বাহামণি’ এ বার গোয়েন্দা! নায়ক-নায়িকাদের হাঁড়ির খবর দিতে আসছেন রণিতা

বহু বছর পর ছোট পর্দায় ফিরছেন রণিতা দাস। সঙ্গী অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়। নতুন শো-এর নাম ‘হচ্ছেটা কী!’

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১১:২২
রণিতা এ বার গোয়েন্দা! সঙ্গী অরিন্দ্য।

রণিতা এ বার গোয়েন্দা! সঙ্গী অরিন্দ্য। ছবি: সংগৃহীত।

নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। পর্দার সামনে তাঁদের অভিনয় দেখার চেয়েও পর্দার পিছনে প্রিয় নায়ক-নায়িকারা কী করছেন তা নিয়ে দর্শকের আগ্রহ বেশি। শটের ফাঁকে কে কার সঙ্গে মজা করল, কে সেটে সবচেয়ে বেশি খাদ্যরসিক, কার আবার পান থেকে চুন খসলেই মুখ ভার হয়ে যায়!

Advertisement

এ বার এই সব হাঁড়ির খবর দিতেই আসছেন রণিতা দাস। সঙ্গী হচ্ছেন অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের কিছু ঝলক। বহু দিন পরে রণিতাকে ছোট পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শক। নায়িকাও অবশ্য একই রকম উত্তেজিত। অভিনেত্রী বললেন, ‘‘এই রকম কাজ আগে কখনও করিনি৷ একেবারে অন্য রকম। বহু দিন পরে ছোট পর্দায় ফেরা, আরও বেশি ভাল লাগছে।’’

অনেক দিন ধরেই দর্শক মনে প্রশ্ন ছিল, রণিতাকে কবে দেখা যাবে ছোট পর্দায়। নায়িকা আগেই দিয়েছিলেন ফেরার ইঙ্গিত। আনন্দবাজার ডট কমের তরফে যখন আগে প্রশ্ন করা হয় তখন নায়িকা বলেছিলেন, ‘‘এখনই কিছু বলা যাবে না৷ সবটাই ক্রমশ প্রকাশ্য।’’

কিন্তু তাঁকে যে আবার বাহা রূপেই দেখা যাবে, এটা কেউ আশা করেননি। কল্পকাহিনি নয়, নায়ক-নায়িকাদের সব খবর দর্শকের সামনে তুলে ধরবেন তিনি। ১১ মে থেকে স্টার জলসায় শুরু হয়েছে এই নতুন শো।

Advertisement
আরও পড়ুন