Sreelekha Mitra & Moonmoon Sen

‘এত ভালবাসা কেউ দেয়নি’, শ্রীলেখার ঘরে মুনমুন সেন! কোন কারণে এমন মন্তব্য অভিনেত্রীর?

মুনমুনের পরনে ছাই রঙের ফুলেল শাড়ি ও হাতকাটা ব্লাউজ়। শ্রীলেখার ভাগ করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, খাটের পাশের টেবিলে জলের বোতলগুলি গুছিয়ে রাখছেন সুচিত্রা-কন্যা। কোনও ছবির শুটিং নাকি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:৪৪
Actress Sreelekha Mitra shares a sweet video with veteran actress Moonmoon Sen

শ্রীলেখার ঘর গুছিয়ে দিলেন মুনমুন। ছবি: সংগৃহীত।

শ্রীলেখা মিত্রের ঘর গুছিয়ে দিচ্ছেন মুনমুন সেন। কোনও ছবির দৃশ্য নয়। বাস্তবেই এমন ঘটেছে। সেই দৃশ্য নিজে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন শ্রীলেখা। এমন বিরল দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী।

Advertisement

মুনমুনের পরনে ছাই রঙের ফুলছাপ শাড়ি ও হাতকাটা ব্লাউজ়। শ্রীলেখার ভাগ করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, খাটের পাশের টেবিলে জলের বোতলগুলি গুছিয়ে রাখছেন সুচিত্রা-কন্যা। গোছাতে গোছাতেই মুনমুন হঠাৎ বলে ওঠেন, “আমি পেটিকোট খুঁজে পাচ্ছি না।” এই সব দেখে হতভম্ভ শ্রীলেখা। অভিনেত্রী বলেন, “সবাই দেখুন কে আমার ঘর গুছিয়ে দিচ্ছেন! এই ভদ্রমহিলা আমার ঘর গুছিয়ে দিচ্ছেন। কোনও মানে হয়! আমি অবশ্য গোছাতেও দিচ্ছি। ভিডিয়ো করছি, তবু গোছাতে নিষেধ করছি না!”

মুনমুন সেন ঘর গুছিয়েই চলেছেন। অন্য দিকে শ্রীলেখাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে চলেছেন। সুচিত্রা সেনের কন্যা তাঁর ঘর গোছাচ্ছেন, এই দেখে শ্রীলেখা চেঁচিয়ে ওঠেন, “আমার লজ্জা করছে। কী মিষ্টি মহিলা!” কিন্তু এ সব শুনেও থামছেন না মুনমুন। একের পর এক জলের বোতল এনে বিছানার পাশে টেবিলে রাখছেন তিনি। তখন বাধ্য হয়ে শ্রীলেখাই বলেন, “এ বার তুমি থামো তো!” শুধু জলের বোতল নয়। এর পর মুনমুন হাত দেন শ্রীলেখার স্যুটকেসে। জিজ্ঞেস করেন কোনটা কী। শ্রীলেখা বলে চলেন, কোন শাড়ির সঙ্গে কোন গয়না এনেছেন তিনি। পরিস্থিতি দেখে বোঝা যায়, কোনও হোটেলের ঘরে ঘটছে এই ঘটনা।

তবে কি দুই অভিনেত্রী একসঙ্গে কোনও শুটিংয়ে গিয়েছেন? না কি বেড়াতে গিয়েছেন নিছক অবসর যাপনে? জানা যায়নি। কারণ শ্রীলেখা মিত্রকে ফোন করেও পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছে এক অপার আনন্দের ছাপ। এই ভিডিয়ো ভাগ করে নিয়ে শ্রীলেখা লিখেছেন, “কোনও মানে হয়! এত ভালবাসা নিয়ে কী করি! কেউ দেয়নি।”

এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। দুই অভিনেত্রীকে ঘরোয়া পরিবেশে এক ফ্রেমে দেখে মুগ্ধ তাঁদের অনুরাগীরাও। তাঁদের কথায়, “সত্যিই ভাবা যায় না। খুবই মিষ্টি এক জন মহিলা, তেমন সুন্দরীও।” যদি সত্যিই কোনও শুটিংয়ের জন্য গিয়ে থাকেন দুই অভিনেত্রী, তবে আগামী দিনে বাঙালি অপেক্ষা করে থাকবে এক চমকের জন্য।

Advertisement
আরও পড়ুন