Rj Mahvash on Yuzvendra Chahal

‘ব্যথায় কাঁদতে দেখেছি’ আইপিএলে হারের পর যুজবেন্দ্রকে নিয়ে মহওয়াশ কোন গোপন কথা প্রকাশ্যে আনলেন?

চেয়েছিলেন আইপিএলে পঞ্জাব জিতুক। কিন্তু তেমনটা হয়নি মহওয়াশের ইচ্ছেপূরণ হয়নি। ট্রফি পঞ্জাব না পেলেও যুজবেন্দ্রকে নিয়ে আবেগতাড়িত মহওয়াশ!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ২১:০২
After IPL final Rj Mahvash shares Appreciation notes for Yuzvendra Chahal

যুজবেন্দ্রকে নিয়ে কী লিখলেন মহওয়াশ? ছবি: সংগৃহীত।

ক্রিকেট তারকা যুজবেন্দ্র চহলের সঙ্গে নাকি সম্পর্কে আছেন বেতার উপস্থাপক মহওয়াশ। আইপিএল শুরু হওয়ার পর থেকে সেই জল্পনা আরও বেড়েছে। প্রায় প্রতিটি ম্যাচে পঞ্জাব কিংসের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে বেতার উপস্থাপক মহওয়াশকে। কোয়ালিফার-১ ম্যাচে পঞ্জাব যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যায়, তখন মুম্বই ইন্ডিয়ান্স অনুরাগীরা মহওয়াশের কমেন্ট বক্সে গিয়ে নানা মন্তব্য করেন। বিড়ম্বনা এড়াতে কমেন্ট বক্স বন্ধ করে দেন মহওয়াশ। যদিও তিনি আগেভাগে জানিয়েছিলেন, বেঙ্গালুরু ও পঞ্জাবের মধ্যেই ফাইনাল হবে। খানিকটা আগ বাড়িয়ে বলেন, ‘‘ফাইনালে পঞ্জাবই জিতবে।’’ কিন্তু তেমনটা হয়নি, মহওয়াশের ইচ্ছেপূরণ হয়নি। ট্রফি পঞ্জাব না পেলেও যুজবেন্দ্রকে নিয়ে আবেগতাড়িত মহওয়াশ!

Advertisement

‘‘পঞ্জাব কিংস শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করেছে, থেকেছে এবং খেলেছে। বিশেষ করে যুজবেন্দ্র চহাল... কারণ মানুষ জানে না দ্বিতীয় ম্যাচের পর তাঁর পাঁজরের হাড় ভেঙেছে। হাতের আঙুলেও চিড় ধরেছে। এই মানুষটি গোটা সিজ়নে চোট নিয়ে খেলেছে! ওকে ব্যথায় চিৎকার করতে এবং কাঁদতে দেখেছি। কিন্তু কখনও হাল ছাড়েনি! ক্রিকেটের প্রতি তার আবেগকে স্যালুট।’’

মহওয়াশের সঙ্গে চহলের প্রেমের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁকে সমাজমাধ্যমে ‘ঘর-ভাঙানি’ তকমা পেতে হয়েছে। এমনকি, চহলের প্রাক্তন স্ত্রী ধনশ্রীও নানা ইঙ্গিত দিয়েছেন। যদিও মহওয়াশ দিনকয়েক আগেই জানান, লোকের কথায় পাত্তা দিতে নারাজ তিনি।

Advertisement
আরও পড়ুন