Katrina Kaif pregnancy

ক্যাটরিনার সঙ্গে ছিল প্রেমের গুঞ্জন! নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই কী পরামর্শ অক্ষয়ের?

বলিপাড়ার অন্যতম গুঞ্জন ছিল ক্যাটরিনা ও অক্ষয়ের রসায়ন। যদিও তাঁরা এই নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি। বরং বন্ধুত্বের কথাই বলেছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮
ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে কী করলেন অক্ষয়?

ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে কী করলেন অক্ষয়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শুরুর দিকে অক্ষয় কুমারের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কইফ। সেই সময় তাঁদের জুটির রসায়ন পছন্দও ছিল দর্শকের। তবে পর্দার বাইরেও নাকি তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। তখন বলিপাড়ার অন্যতম গুঞ্জন ছিল ক্যাটরিনা ও অক্ষয়ের রসায়ন। যদিও তাঁরা এই নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি। বরং বন্ধুত্বের কথাই বলেছেন তাঁরা। মঙ্গলবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিশেষ পরামর্শ দিলেন অক্ষয়।

Advertisement

জল্পনা ছিল বহু দিন ধরেই। মঙ্গলবার ক্যাটরিনা ও ভিকি কৌশল নিজেই জানিয়েছেন, তাঁদের ঘরে আসছে সন্তান। বলিউডের বহু তারকা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অক্ষয়ও সমাজমাধ্যমে হবু মা-বাবাকে লেখেন, “ক্যাটরিনা ও ভিকি, তোমাদের দু’জনের জন্যই আমি খুব খুশি। আমি জানি, তোমরা দু’জনেই সেরা মা-বাবা হয়ে উঠবে।” এর পরেই অক্ষয় একটি অনুরোধ করেছেন। তিনি বলেন, “শুধু সন্তানকে সমান ভাবে ইংরেজি ও পঞ্জাবি ভাষাটা শিখিও। তোমাদের অনেক ভালবাসা ও আশীর্বাদ। জয় মহাদেব।”

মঙ্গলবার স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছেন তারকাদম্পতি। সাদা চাপা পোশাকে ক্যাটরিনা, তাঁর স্ফীতোদর স্পর্শ করে রয়েছেন ভিকি। ছবি ভাগ করে নিয়ে সেই সঙ্গে তাঁরা লেখেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”

উল্লেখ্য, ‘হমকো দিওয়ানা কর গয়ে’, ‘সিং ইজ় কিং’, ‘নমস্তে লন্ডন’, ‘তিস মার খান’, ‘দে দনা দন’, ‘ওয়েলকাম’, ‘সূর্যবংশী’র মতো ছবিতে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা ও অক্ষয়।

Advertisement
আরও পড়ুন