punjab flood relief donation

ছবিতে খরা, ‘কৃপণ’ বলে দুর্নাম ইন্ডাস্ট্রিতে, পঞ্জাবের বন্যায় কত টাকা দান করলেন অক্ষয় কুমার?

বলিউডের অন্দরে অনেকেই কৃপণ বলে থাকেন তাঁকে। এ বার পঞ্জাবের বন্যাবিধ্বস্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী কেনার জন্য মুক্ত হস্তে দান করলেন অক্ষয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৫
পঞ্জাবের ত্রাণ তহবিলে অক্ষয় দিলেন কত কোটি?

পঞ্জাবের ত্রাণ তহবিলে অক্ষয় দিলেন কত কোটি? ছবি: সংগৃহীত।

অভিনয়জীবনে রয়েছে বহু ব্যর্থ ছবি। বক্স অফিসে ১৩০০ কোটি টাকার ক্ষতিও হয়েছে তাঁর। তবুও জনপ্রিয়তার নিরিখে শাহরুখ খান, সলমন খানের মতো তাবড় তারকাদের টক্কর দেন অভিনেতা। এক সময়ে নাকি সর্বাধিক পারিশ্রমিক পেতেন তিনি। যদিও ইন্ডাস্ট্রির অন্দরে ‘কৃপণ’ বলেই পরিচিত। এ বার পঞ্জাবের বন্যাবিধ্বস্তদের জন্য মুক্ত হস্তে দান করলেন অক্ষয় কুমার।

Advertisement

গত ৩৭ বছরে এমন প্রাকৃতিক দুর্যোগ দেখেনি পঞ্জাব। এমন দুর্দিনে এগিয়ে এসেছেন একাধিক তারকা। অক্ষয়ও দান করলেন নিজের সাধ্যমতো। ৫ কোটি টাকার অনুদান দিয়েছেন অভিনেতা। যদিও এই অনুদানকে ‘সাহায্য’ না বলে ‘সেবা’ বলতেই বেশি পছন্দ করছেন অভিনেতা। অক্ষয় বলেন, ‘‘পঞ্জাবের বন্যার্তদের ত্রাণসামগ্রী কেনার জন্য ৫ কোটি টাকা দিচ্ছি, কিন্তু কাউকে ‘দান’ করার আমি কে? সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য।” অক্ষয়ের সংযোজন, “আমার জন্য, এটি সেবা। খুব ছোট একটা অবদান। আমি প্রার্থনা করি যে, পঞ্জাবে আমার ভাইবোনদের উপর যে প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে, তা যেন শীঘ্রই কেটে যাক। ঈশ্বর মঙ্গল করুন।” দিন কয়েক আগেই শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রা তাঁর ‘মেহের’ ছবির প্রথম দিনের ব্যবসার পুরো অঙ্কটাই পঞ্জাবের ত্রাণ তহবিলে দান করবেন বলে জানিয়েছেন। বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে গায়ক দিলজিৎ দোসাঞ্জ বেশ কয়েকটি গ্রাম দত্তক নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন