Malaika Arora

কয়েক কোটি দামের বাড়ি বিক্রি করলেন মলাইকা অরোরা, কত লাভ করলেন অভিনেত্রী?

২০১৮ সালে মুম্বইয়ের অন্যতম আকর্ষণীয় জায়গায় বাড়ি কিনেছিলেন অভিনেত্রী মলাইকা অরোরা। সাত বছর পরে বড় সিদ্ধান্ত নিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬
Bollywood actress Malaika Arora sells Mumbai apartment for 5.03 crore

কত দামে বাড়ি বিক্রি করলেন মালাইকা? ছবি: সংগৃহীত।

একমাস আগে সলমন খান, তাঁর বান্দ্রা ওয়েস্টের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন ৫.৩৫ কোটি টাকায়। এই আলোচনার মাঝে এ বার নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন মলাইকা অরোরা। অন্ধেরি ওয়েস্টের ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেন? তা জানা যায়নি। তবে এই সিদ্ধান্তে অভিনেত্রীর অনেক লাভ হয়েছে বলে খবর।

Advertisement

২০১৮ সালে ৩ কোটি ২৬ লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। সুতরাং, গত সাত বছরে বাড়ির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনিই বলা হয়, মুম্বইয়ে নিজের বাড়ি থাকাই বড় ব্যাপার। এই ফ্ল্যাটটি বিক্রি করে প্রায় ২ কোটি টাকা লাভ করেছেন মলাইকা। সাত বছরে প্রায় ৬২ শতাংশ দাম বেড়েছে ওই এলাকার।

মলাইকার এই ফ্ল্যাটের আয়তন প্রায় ১,৩৬৯ স্কোয়্যার ফিট। শহরের অন্যতম লোভনীয় এলাকার আবাসনে নিজের ফ্ল্যাট কিনেছিলেন অভিনেত্রী। ওই একই এলাকায় বাড়ি রয়েছে রণদীপ হুডা, জয়দীপ অহলাবত, গুরমীত চৌধরী,গওহর খান, রণিত বোস রায়, কার্তিক আরিয়ান –সহ অনেক বলিউড অভিনেতার। এ প্রসঙ্গে যদিও মলাইকা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। অভিনেত্রীকে দর্শক শেষ দেখেছিলেন ‘হিপহপ’ সিজ়ন ২-তে। শোনা যাচ্ছে, তাঁর একটি বিশেষ নাচের পারফর্ম্যান্স দেখা যাবে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দনার আগামী ছবি ‘থামা’ ছবিতে।

Advertisement
আরও পড়ুন