Arijit Singh Busy With His New Film

গান ভুলেছেন অরিজিৎ! হাতুড়ি হাতে লোকলশকর নিয়ে পুঁতছেন পেরেক, হঠাৎ কী হল গায়কের?

অরিজিৎকে এ বেশে দেখবেন কেউ ভাবতেই পারেননি। ফলে, তাঁকে ঘিরে ধরে সাধারণের ভিড়। গায়কের অবশ্য সে দিকে হেলদোল নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৭:৩২
অরিজিৎ সিংহের ছবির সেট তৈরি হচ্ছে।

অরিজিৎ সিংহের ছবির সেট তৈরি হচ্ছে। ছবি: সংগৃহীত।

এমনিতে তিনি নাকি মাটিতে পা রেখে চলতেই পছন্দ করেন। যখন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের বাড়িতে থাকেন, স্ত্রীকে স্কুটিতে বসিয়ে এ দিক-সে দিক ঘুরে বেড়ান। থলি হাতে বাজারেও যান। কিন্তু তাই বলে পথের মাঝে বসে পড়ে নিজেই হাতুড়ি দিয়ে পেরেক পুঁতবেন!

Advertisement

হ্যাঁ, এমনটাই নাকি করছেন অরিজিৎ সিংহ। খবর ছড়িয়েছে, বোলপুরে জোরকদমে চলছে অরিজিতের প্রথম হিন্দি ছবির সেটের কাজ। ছবির সম্ভাব্য নাম ‘ভয়’। সেখানেই পৌঁছে গিয়েছেন গায়ক-পরিচালক। নিজে দাঁড়িয়ে সেট তৈরির তদারকি করছেন। প্রয়োজনে হাত লাগাচ্ছেন নিজেও! অরিজিৎ বোলপুরে, খবর ছড়াতেই আশপাশ এলাকার বাসিন্দারা এসে জড়ো হয়েছেন। ভিড় জমেছে গায়ককে ঘিরে।

কোথায় কোথায় সেট তৈরি হচ্ছে? সূত্রের খবর, ধল্লার সায়ারা গ্রামে সাঁওতালি মাটির বাড়ির আদলে সেট তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে বহনযোগ্য টেরাকোটার মন্দির। অরিজিৎ নিজে দাঁড়িয়ে থেকে সে সব কিছুর তদারকি করছেন। ইতিমধ্যেই টেরাকোটা মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ। সেই ছবি হাতে এসেছে আনন্দবাজার ডট কমের। ছবি দেখে সত্যিই বোঝার উপায় নেই, মন্দির আসল না নকল।

উল্লেখ্য, অরিজিতের এই ছবির প্রযোজক মহাবীর জৈন। ছবির গল্প লিখেছেন অরিজিৎ এবং তাঁর স্ত্রী কোয়েল সিংহ।

Advertisement
আরও পড়ুন