Success Of Dhurandhar And Akshaye Khanna

‘ধুরন্ধর’-এর ৬০০ কোটি পার! সকলে উদ্‌যাপনের মেজাজে, ‘রহমান ডাকাত’ সে সব থেকে দূরে কেন?

সাফল্যকে মাথায় চড়তে দিতে রাজি নন অক্ষয় খন্না? তাই কি পার্টি, উদ্‌যাপন থেকে দূরে তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:১৭
অক্ষয় ‘রহমান ডাকাত’ খান।

অক্ষয় ‘রহমান ডাকাত’ খান। ছবি: ইনস্টাগ্রাম।

‘ধুরন্ধর’ যতটা রণবীর কপূরের, প্রায় ততটাই অক্ষয় খন্নারও। লম্বা বিরতির পরে তাঁর এই প্রত্যাবর্তন মনে রাখবে বলিউড। বক্সঅফিসের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে বিশ্বে এই ছবির আয় ৬১৮ কোটি টাকা। বছরশেষে এই সাফল্য উদ্‌যাপনের মেজাজে গোটা দল।

Advertisement

কেবল নেই এক জন, ছবির দাপুটে খলনায়ক ‘রহমান ডাকাত’। উদ্‌যাপনের ভিড় থেকে দূরে অক্ষয়। নিজেকে নিরালায় সরিয়ে নিয়েছেন!

পুজোয় মগ্ন অক্ষয় খন্না।

পুজোয় মগ্ন অক্ষয় খন্না। ছবি: ইনস্টাগ্রাম।

কেন বাকিদের সঙ্গে বাকিদের মতো করে সাফল্য উদ্‌যাপনে মাতেননি তিনি? খবর, সাফল্য ধরে রাখতে তিনি ঈশ্বর শরণে। আলিবাগে নিজের বাংলোয় সকলের শান্তি কামনা করে বিশেষ পুজোর আয়োজন করতে দেখা গিয়েছে তাঁকে। অক্ষয়ের পূজার্চনার ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। দেখেশুনে অনেকেই মনে করছেন, সাফল্যে যাতে মাথা ঘুরে না যায়, সম্ভবত তার জন্যই নিজেকে সব ধরনের উদ্‌যাপন থেকে সরিয়ে নিয়েছেন। বরং, ঈশ্বরের আশীর্বাদ এ ভাবেই তাঁর উপরে থাক, প্রার্থনা করছেন।

বরাবরই নাকি অক্ষয় সাফল্যের আড়ম্বরপূর্ণ উদ্‌যাপন থেকে নিজেকে দূরে রাখতে ভালবাসেন। মাটির কাছাকাছি থাকতে ভালবাসেন তিনি, এমনই মত বলিউডের। ঝলক অনুযায়ী, সাদা কুর্তা-পাজামায় সেজে পুজোয় যোগ দিয়েছিলেন তিনি। দু’জন পুরোহিত পুজোর যাগযজ্ঞ করেছেন। তাঁদেরই এক জন পরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিবারে, বাড়িতে যাতে সুখ, শান্তি, সমৃদ্ধি, সাফল্য অটুট থাকে তার জন্যই এই বিশেষ পুজোপাঠের আয়োজন।

Advertisement
আরও পড়ুন