Kangana Ranaut

প্রেম দিবসেই শুরু প্রেমের গল্প! জীবনের নয়া সফরে কঙ্গনাকে শুভেচ্ছা অনুরাগীদের

প্রেম দিবসে এ বার নতুন অধ্যায় শুরু হল কঙ্গনার। নিজের এই নতুন অধ্যায়কে ‘প্রেমের কাহিনি’ বলে ডাকলেন তিনি। অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁর অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩
Bollywood actress Kangana Ranaut has embarked on a new journey on Valentine’s Day

প্রেম দিবসে শুরু কঙ্গনা রনৌতের নতুন অধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রেম দিবসেই নতুন সফর শুরু করলেন কঙ্গনা রনৌত। নিজেকে পাহাড়ের কন্যা বলে দাবি করেন অভিনেত্রী। হিমাচল প্রদেশ থেকে মুম্বইতে এসে নিজের শক্ত ভিত তৈরি করেছিলেন। গত বছর থেকে হিমাচল প্রদেশের মন্ডী কেন্দ্রের সাংসদের ভূমিকা পালন করছেন তিনি। আর প্রেম দিবসে এ বার নতুন অধ্যায় শুরু হল কঙ্গনার। নিজের এই নতুন অধ্যায়কে ‘প্রেমের কাহিনি’ বলে অভিহিত করলেন তিনি। অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁর অনুরাগীরা।

Advertisement

দীর্ঘ দিন ধরে স্বপ্ন দেখেছেন, নিজের একটি রেস্তরাঁ হবে। সেই স্বপ্ন সত্যি করেই এ বার পাহাড়ের কোলে নতুন ক্যাফে খুললেন কঙ্গনা। প্রেম দিবস, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেই মানালিতে এই নতুন ক্যাফের উদ্বোধন করলেন তিনি। ক্যাফের নাম ‘দ্য মাউন্টেন স্টোরি’। কঙ্গনা বলেন, “দ্য মাউন্টেন স্টোরি হল আমার স্বপ্ন সত্যিই হওয়ার গল্প। শৈশব থেকে দেখা স্বপ্ন এখন হিমালয়ের বুকে জায়গা করে নিল। এই ক্যাফে শুধুই খাওয়াদাওয়ার জন্যই নয়। এই ক্যাফে একটা প্রেমের গল্পের মতো। এই ক্যাফে উৎসর্গ করতেই চাই আমার মায়ের রান্নাঘর থেকে ভেসে আসা সুগন্ধ ও পর্বতমালার প্রশান্ত সৌন্দর্যকে।”

পাহাড়ের বিশেষ কিছু পদ রয়েছে কঙ্গনার নতুন ক্যাফেতে। সমাজমাধ্যমেও ক্যাফের বেশ কিছু ঝলক তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, “‘দ্য মাউন্টেন স্টোরি’র প্রথম রাত। স্বপ্ন সত্যি হল আজ। যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।”

২০২০ সাল থেকে এই ক্যাফের কাজ শুরু করেছিলেন কঙ্গনা। পুরনো সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, “আমি একটা রেস্তরাঁ খুলতে চাই। সারা বিশ্বের নানা রকমের খাবার থাকবে সেই রেস্তরাঁয়। আমি সারা বিশ্বের খাবার খেয়েছি। নানা ধরনের খাবারের প্রণালী আমার কাছে রয়েছে। কোনও এক দিন আমার নিজের একটা খুব সুন্দর দেখতে ক্যাফে হবে। খাবারের ব্যাপারে আমার বিশেষ আগ্রহ রয়েছে।”

Advertisement
আরও পড়ুন