Katrina Kaif at Maha Kumbh

কুম্ভে স্নানরত ক্যাটরিনাকে হেনস্থা! একদল পুরুষের ভিডিয়ো দেখে ফুঁসে উঠলেন রবীনা

সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একদল স্নানরত পুরুষ স্নান করতে করতেই ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ক্যাটরিনা তখন চোখ বুজে প্রার্থনায় মগ্ন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৪:৪০
Bollywood actress Raveena Tandon reacted to a video where men filmed Katrina Kaif during Kumbh snan

কুম্ভস্নান করতে গিয়ে বিপাকে ক্যাটরিনা। চটলেন রবীনা। ছবি: সংগৃহীত।

মহাকুম্ভে যোগ দিয়েছিলেন বলিউডের বহু তারকা। কিন্তু মহাকুম্ভ সমাপ্ত হওয়ার পরেও চর্চায় উঠে আসছে ক্যাটরিনার কুম্ভভ্রমণ। শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে পৌঁছেছিলেন অভিনেত্রী। ত্রিবেণি সঙ্গমে স্নান করার সময়ে ক্যাটরিনাকে ঘিরে ধরেছিল মানুষের ঢল। অন্য পুণ্যার্থীরা স্নান করার বদলে ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিষয়টির চরম নিন্দা করলেন রবীনা টন্ডন।

Advertisement

সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একদল স্নানরত পুরুষ স্নান করতে করতেই ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ক্যাটরিনা তখন চোখ বুজে প্রার্থনায় মগ্ন। সেই পুরুষদের মধ্যে একজন ক্যামেরায় বলেন, “এটা আমি, এ আমার ভাই। আর এ হল ক্যাটরিনা কইফ।” এই বলেই তাঁরা হেসে ওঠেন। এটা দেখে নেটাগরিকেরা মনে করছেন, কুম্ভে ক্যাটরিনাকে হেনস্থা করা হচ্ছে।

এই প্রসঙ্গেই রবীনা মন্তব্য করেন, “খুবই বিরক্তিকর বিষয়। শান্ত ও অর্থপূর্ণ একটা মুহূর্তকে কী ভাবে নষ্ট করতে হয়, তা এরা ভালই জানে।” আর এক নিন্দক লিখেছেন, “খুবই ঘৃণ্য ঘটনা। সকলে মিলে হেনস্থা করা বলে এই ঘটনাকে। মানুষ এত নির্লজ্জ কী ভাবে হতে পারে।”

কিছু ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেই সময় ত্রিবেণি সঙ্গমে উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসীও। কিন্তু ক্যাটরিনাকে দেখে তাঁরা ভিড় করতে থাকেন নিজস্বী তোলার জন্য। সংবাদমাধ্যম ও নেটপ্রভাবীরাও ছুটে আসেন ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্য। যদিও ক্যাটরিনা এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। কুম্ভস্নান নিয়ে তিনি বলেছেন, “অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে।”

Advertisement
আরও পড়ুন