Urvashi Rautela on PM Modi

‘মোদী যা করেছেন একদম ঠিক করেছেন’, হঠাৎ কোন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রশংসায় উর্বশী?

গত কয়েক দিনে একের পর এক তির্যক মন্তব্য ধেয়ে এসেছে উর্বশী রৌতেলার দিকে। কিন্তু এ বার তিনি হঠাৎ প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৩:২৭
Bollywood actress Urvashi Rautela praised PM Narendra Modi after his visit in Uttarakhand

মোদীর প্রশংসায় উর্বশী। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে নিজেকে ‘পাহাড়ি কন্যা’ তকমা দিয়েছিলেন উর্বশী রৌতেলা। পাহাড়ের মানুষ হওয়ার জন্যই নিজের গোটা চেহারায় ছুরি-কাঁচির স্পর্শ পর্যন্ত নেই বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। এ বার তাঁর রাজ্যই নাকি হয়ে উঠবে চলচ্চিত্রের শুটিংয়ের অন্যতম কেন্দ্র। সম্প্রতি উত্তরাখণ্ডের হর্ষিল উপত্যকার এক জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রী জানান, উত্তরাখণ্ডকে ছবির শুটিংয়ের অন্যতম স্থান হিসেবে গড়ে তুলতে হবে।

Advertisement

এই বিষয়ে সংবাদমাধ্যমকে উর্বশী বলেছেন, “উত্তরাখণ্ড আমার জন্মভূমি। তাই আমার মনে এর জন্য বিশেষ জায়গা রয়েছে। প্রধানমন্ত্রী যা করেছেন, একদম ঠিক করেছেন। এই রাজ্যে অসাধারণ সুন্দর কিছু জায়গা রয়েছে। সংস্কৃতির দিক থেকেও এই রাজ্য সমৃদ্ধ। ছবির শুটিং করার জন্য তো অবশ্যই আদর্শ।”

উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বিশেষ ভাবে বলেন উর্বশী। অভিনেত্রীর কথায়,“উত্তরাখণ্ডে অসংখ্য সুন্দর এলাকা রয়েছে। এখানে বরফে ঢাকা পর্বতমালা যেমন রয়েছে, তেমনই রয়েছে সবুজে ঘেরা উপত্যকা। তাই নিঃসন্দেহে বলা যায়, এই অঞ্চল ছবির শুটিংয়ের জন্য অসাধারণ। তবে আবহাওয়া খারাপ থাকলে প্রত্যন্ত এলাকায় যাতায়াত করার বিষয়টি দেখতে হবে।”

এই মুহূর্তে অবশ্য উত্তরাখণ্ডে প্রযুক্তিগত উন্নয়নের ধারা বহমান। যার ফলে এই এলাকা ছবির শুটিং করার উপযুক্ত হয়ে উঠছে দিন দিন। প্রধানমন্ত্রীর মন্তব্য উত্তরাখণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন উর্বশী। তাই অভিনেত্রীর মন্তব্য, “উন্নত পরিকাঠামো ও সরকারের সমর্থন শুধুই চিত্র পরিচালকদের এই রাজ্যে নিয়ে আসবে, এমন নয়। এই রাজ্যে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এখানকার কলাকুশলী ও শিল্পীরাও কাজ পাবেন। আঞ্চলিক ছবির ক্ষেত্রেও এটি খুব ইতিবাচক দিক।”

Advertisement
আরও পড়ুন