Sonu Nigam

কর্নাটক হাই কোর্টে সোনু, কন্নড় গান নিয়ে বিতর্কের পর কোন পথে চলছে আইনি লড়াই?

গত মাসে একটি অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন সোনু। ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ওই অনুষ্ঠানে জনপ্রিয় নানা হিন্দি গানের মাঝে কন্নড় গান গাইতে বলায় খোলা মঞ্চে মেজাজ হারিয়েছিলেন গায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৭:০৩
Bollywood singer Sonu nigam moves Karnataka hc to quash fir over kannada remarks

গানের প্রসঙ্গে সোনু নিগম টেনে আনেন পহেলগাঁও জঙ্গি হানার কথা। ছবি: সংগৃহীত।

এফআইআর বাতিলের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হলেন সোনু নিগম। বুধবার কর্নাটক হাই কোর্টে মামলার শুনানি শুরু হয়। বিচারপতি আবার ১৫ মে মামলাটি শুনবেন বলে জানিয়েছেন।

Advertisement

গত মাসে একটি অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন সোনু। ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ওই অনুষ্ঠানে জনপ্রিয় নানা হিন্দি গানের মাঝে কন্নড় গান গাইতে বলায় খোলা মঞ্চে মেজাজ হারিয়েছিলেন গায়ক। বলেছিলেন, “পহেলগাঁওয়েও একই ভাবে সন্ত্রাসবাদ ঘটানো হয়েছিল। কাকে এ ভাবে বলছেন এক বার তো খেয়াল করুন!” গানের প্রসঙ্গে সোনু টেনে আনেন পহেলগাঁওয়ের কথা। দাবি করেন, প্রাদেশিক মনোভাবের কারণে জঙ্গিহানা বাড়ছে। কন্নড় গানের দাবি করা যুবকের উদ্দেশে তিনি বলেন, “পহেলগাঁওয়ে যা হয়েছে, তার অন্যতম কারণ হল এটাই। এইমাত্র যেটা করলে তুমি, সেটাই সবচেয়ে বড় কারণ। কে সামনে দাঁড়িয়ে রয়েছে, সেটা তো এক বার দেখুন। আমি কর্নাটকের মানুষকে ভালবাসি। আমি আপনাদের সকলকেই ভালবাসি।”

এর পরই উস্কে ওঠে বিতর্ক। ‘কর্নাটক রক্ষা বেদিকে’ নামের একটি কন্নড়পন্থী সংগঠন সোনুর বিরুদ্ধে বেঙ্গালুরু শহর জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি, গায়কের বক্তব্য কন্নড় ভাষাভাষীদের অনুভূতিতে গভীর ভাবে আঘাত করেছে।

এর পর কাজও হারান সোনু। ‘কুলাডাল্লি কিল্যাভুডো’ নামে একটি কন্নড় ছবিতে গান গাওয়ার কথা ছিল তাঁর। বেঙ্গালুরুর ঘটনার পরে সোনুকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এক বিবৃতিতে ছবির নির্মাতারা বলেছেন, “কোনও সন্দেহই নেই, সোনু সঙ্গীতশিল্পী হিসেবে খুবই ভাল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে কন্নড় ভাষা নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে আমরা খুবই ক্ষুব্ধ। কন্নড় ভাষাকে যে ভাবে সোনু অপমান করেছেন, তা আমরা কোনও ভাবেই সহ্য করতে পারিনি। তাই আমরা ওঁর গানটিই বাদ দিয়ে দিয়েছি।”

Advertisement
আরও পড়ুন