Abhinav Kashyap on Salman Khan

সলমনকে ‘দুষ্কৃতী’ বলে কটাক্ষ, ফের খান পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘দবং’ পরিচালক অভিনব কাশ্যপের

‘দবং’ ছবি বাণিজ্যসফল হলেও এই ছবিতে পরিচালকের কাজের অভিজ্ঞতা বিশেষ সুখকর নয়। সম্প্রতি, একাধিক সাক্ষাৎকারে সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৪
সলমনকে ‘দুষ্কৃতী’ বলে কটাক্ষ ‘দবং’ পরিচালকের। ছবি: সংগৃহীত।

সলমনকে ‘দুষ্কৃতী’ বলে কটাক্ষ ‘দবং’ পরিচালকের। ছবি: সংগৃহীত।

পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব পরিচালিত প্রথম ছবি ছিল বক্সঅফিস হিট। সলমন খান ও সোনাক্ষী সিন্‌হা অভিনীত ‘দবং’ প্রবল সাফল্য লাভ করে। যদিও পরিচালকের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সম্প্রতি সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

Advertisement

এক সাক্ষাৎকারে অভিনবের দাবি, ‘ওয়ান্টেড’ বা ‘তেরে নাম’-এর মতো সিনেমায় অভিনয় করে সলমন নিজেও ‘চ্যাংড়া’ বা ‘পাজি’ হয়ে উঠেছিল। পরিচালকের কথায়, ‘দবং’ ছবির মুখ্য চরিত্রের জন্য তিনি প্রথমে সলমনের ভাই আরবাজ় খানকে প্রস্তাব দেন। আরবাজ় নাকি আগ্রহীও ছিলেন। কিন্তু, পরে তিনি ছবিটি প্রযোজনা করার ইচ্ছা প্রকাশ করেন। ছবির অভিনেতা-অভিনেত্রীর বাছাইও নাকি পরিচালকের অজান্তেই হয়েছিল। আরবাজ় ও সোহেলই সলমনের সঙ্গে পরিচালককে আলোচনায় বসার ব্যবস্থা করেন। অভিনব বলেন, “কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আমি ছিলাম না। সিদ্ধান্তের কথা আমাকে শুধু জানিয়ে দেওয়া হয়েছিল।”

অভিনবের বিস্ফোরক মন্তব্য, “যারা রাস্তায় মহিলাদের সঙ্গে অসভ্যতা করে, সলমনকে দেখে ঠিক সেই চ্যাংড়া ছেলেদের মতো মনে হত সেই সময়। ২০০৮ সালের কথা বলছি, যখন আমি ছবির চুক্তিতে সই করি। সলমন ও তাঁর পরিবার সম্পর্কে এখনও আমার একই মনোভাব। ওরা আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। ওরা যে দুষ্কৃতী, এটা প্রমাণিত। সলমন তো জামিনে মুক্ত। একজন দুষ্কৃতী চিরকাল দুষ্কৃতীই থাকে।”

Advertisement
আরও পড়ুন