Urmila Matondkar

উত্তমকুমার-সুচিত্রা সেনের জনপ্রিয় গানে নাচবেন  যিশু সেনগুপ্ত আর উর্মিলা মাতণ্ডকর

নাচের বাইরে আর কী করবেন ঊর্মিলা? অতিথি বিচারকের আসনে বসবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৮:২৫
যিশু এবং ঊর্মিলা।

যিশু এবং ঊর্মিলা।

নাচ ২জনেরই প্যাশন। নাচ ভালবেসে নাচেন তাঁরা। অভিনয়ের পাশাপাশি নাচের জন্য আলাদা পরিচয় তাঁদের। তাঁরা ঊর্মিলা মাতণ্ডকর, মনামী ঘোষ। বলিউড-বাংলার এমন যুগলবন্দি হামেশাই দেখা যায় স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র ২’-এ। কিছু দিন আগেই রিয়েলিটি শো ঝলমলে রবিনা ট্যান্ডনের উপস্থিতিতে। এ বার ১৭, ১৮ এপ্রিল রাত সাড়ে ৯টায় মঞ্চ মাতাতে আসছেন ঊর্মিলা।
বলিউডি নায়িকা একাই নাচবেন না, নাচাবেনও। তাঁর সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে খুদে প্রতিযোগীদেরও। আর মনামী-উর্মিলা যখন এক হবেন ছোট পর্দায় আগুন জ্বলবে, এটাই স্বাভাবিক।

নাচের বাইরে আর কী করবেন ঊর্মিলা? অতিথি বিচারকের আসনে বসবেন। প্রতিযোগীদের পরামর্শ দেবেন। ভরা গরমে শীতের জনপ্রিয় মিষ্টি জয়নগরের মোয়ায় কামড় বসাবেন।

আর? এই প্রথম কোনও বলিউড অভিনেত্রীকে দেখা যাবে মহানায়িকার ভূমিকায়। উত্তমকুমার-সুচিত্রা সেনের জনপ্রিয় গানে ছন্দ মেলাবেন সঞ্চালক যিশু সেনগুপ্ত আর ‘রঙ্গিলা’!

Advertisement
Advertisement
আরও পড়ুন