Dharmendra Death

ধর্মেন্দ্রের শেষের দিনগুলোর কথা উঠতেই ডুকরে উঠলেন হেমা, রয়ে গিয়েছে কোন আফসোস?

সানি-ববি আয়োজিত ধর্মেন্দ্রের স্মরণসভায় দেখা যায়নি হেমাকে। অভিনেতার প্রয়াণে কোন আক্ষেপ হেমা মালিনীর কণ্ঠে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৫:১২
Dharmendra Final days Are Cruel Hema Malini Share her Regarts

ধর্মেন্দ্রকে নিয়ে কোন আক্ষেপ হেমা মালিনীর? ছবি: সংগৃহীত।

২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। তার পরে এক সপ্তাহ কেটে গিয়েছে। অভিনেতার প্রথম স্ত্রী ও দুই ছেলে, সানি ও ববি দেওল যে স্মরণসভার আয়োজন করেন, তাতে দেখা যায়নি হেমা মালিনীকে। বরং নিজের বাড়িতে অভিনেতার জন্য গীতাপাঠের ব্যবস্থা করেন তিনি। অভিনেতার প্রয়াণে হেমার মনে কোন আক্ষেপ ফিরে ফিরে আসছে?

Advertisement

ধর্মেন্দ্রের প্রয়াণের পর হেমার সঙ্গে দেখা করতে যান পরিচালক হামাদ আল রেয়ামি। তিনি হেমার সঙ্গে দেখা করে এসে জানান, হেমা ভিতর থেকে ভেঙে পড়েছেন। তিনি নিজের কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করলেও পারছেন না। হেমা ওই পরিচালককে জানান, তিনি ধর্মেন্দ্রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন ফিরে পেতে চাইছেন। প্রয়াত স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে চোখ ভিজে যাচ্ছে অভিনেত্রীর। হেমার আরও এক আক্ষেপ, অভিনেতা তাঁর নিজের লেখা কবিতাগুলি কখনও ছাপালেন না!

কেন ধর্মেন্দ্র নিজের লেখা কবিতাগুলো প্রকাশ করে গেলেন না। হেমা আফসোস করে বলেন, ‘‘আমি প্রায়ই বলতাম, তোমার লেখাগুলো প্রকাশ করো। উনি বলতেন, ‘এখনও কিছু লেখা বাকি আছে।’ কিন্তু, সময় ওঁর জন্য থেমে থাকেনি, চলে গেলেন। এ বার অচেনা মানুষেরা আসবেন, এ সব নিয়ে লিখবেন, কিন্তু ওঁর লেখা শব্দগুলোই আর দিনের আলো দেখতে পেল না।’’

দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পর্দার বীরু।

Advertisement
আরও পড়ুন