Tollywood shooting halt

এ বার কোপে ‘অচিন্ত্য আইচ’! ওয়েব সিরিজ়ের অনিশ্চয়তা নিয়ে কী বললেন পরিচালক জয়দীপ?

বুধবার থেকে শুটিং শুরু করার ইচ্ছা ছিল পরিচালকের। কিন্তু ফেডারেশনের সঙ্গে সমস্যার কারণে এখনও নতুন ওয়েব সিরিজ় সংক্রান্ত জটিলতা কাটেনি বলে জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৫
Director Joydeep Mukherjee says federation and technicians are not cooperating with him for his new Bengali web series

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ়ের শুটিং পিছিয়ে যেতে পারে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সম্প্রতি টলিপাড়ার একাধিক নতুন কাজের শুটিং ঘিরে জটিলতা শুরু হয়েছে। টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকের মতানৈক্যের জেরে কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবির শুটিং শুরু করতে পারেননি। পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ স্থগিত রয়েছে। মঙ্গলবার সকালেই বিষয়টি জানিয়ে ফেসবুকে লাইভ করেন পরিচালক। আনন্দবাজার অনলাইন আগেই জানিয়েছিল, সমস্যায় পড়েছেন আর এক পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর কাজও বিশ বাঁও জলে।

Advertisement

২৭ জানুয়ারি থেকে কলকাতায় এই সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা ছিল। মঙ্গলবার দাসানি স্টুডিয়োয় আনন্দবাজার অনলাইনকে জয়দীপ জানালেন, ২৪ জানুয়ারি ফেডারেশনের পক্ষ থেকে ইমেল মারফত তাঁদের ডেকে পাঠানো হয়। জয়দীপ বললেন, ‘‘উত্তরে তিন-চারটে মেল পাঠানো হয়। কিন্তু প্রত্যুত্তর মেলেনি। তার পর একটি মেলে জানানো হয় সোমবার সন্ধ্যায় দেখা করতে। সেই মতো আমার প্রযোজনা সংস্থার কয়েক জন সদস্য গিয়েছিলেন। কোনও বৈঠক হয়নি।’’ পরিচালক জানালেন, এর পর ফের মঙ্গলবার দুপুর ১টার সময় তাঁদের ফোন করতে বলে ফেডারেশন। যথা সময়ে ফোন করা হয়। এ বারেও কোনও সদুত্তর মেলেনি। জানানো হয়েছে, আলোচনা চলছে।

ঠিক কী কারণে জয়দীপের শুটিং শুরু করতে দিতে চাইছে না ফেডারেশন, তা এখনও পরিচালকের অজানা। গত বছর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবিকে কেন্দ্র করে পরিচালকদের সংগঠনের সঙ্গে ফেডারেশনের মতানৈক্য দেখা দেয়। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের একটি বিতর্কিত মন্তব্যের জেরে পরিচালকদের সংগঠনের তরফে তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করা হয়। তার ফলেই কি এখন শুটিংয়ে ‘অসহযোগিতা’ করছে ফেডারেশন? জয়দীপ বললেন, ‘‘যে মন্তব্য করা হয়েছিল, তা শুনলে যে কোনও সুস্থ মানুষ আইনি পদক্ষেপ করবেন। আমরাও সেটাই করেছিলাম। কিন্তু একটা কাজ বন্ধ মানে তো কলাকুশলীরাও তাঁদের প্রাপ্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন।’’

এই সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার থেকে শুটিং শুরু করার পরিকল্পনা করেছিলেন জয়দীপ। আগামী এপ্রিল-মে মাস নাগাদ সিরিজ়টি মুক্তির পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার জট কাটলেও তিনি নির্ধারিত সময়ে শুটিং শুরু করতে পারবেন না বলেই জানালেন। পরিচালকের কথায়, ‘‘সবটাই পিছিয়ে গেল। শিল্পীদের ডেট নিয়ে সমস্যা শুরু হয়ে গিয়েছে।’’ পরিচালক আরও জানালেন, লোকেশন বুকিং এবং অন্য বিষয়ে ইতিমধ্যেই প্রযোজক প্রায় ৯ লক্ষ টাকা খরচ করেছেন। কিন্তু এই সিরিজ়ের শুটিং নিয়েই জটিলতা অব্যাহত রয়েছে। হতাশ জয়দীপের মন্তব্য, ‘‘কেউ একটু গলার স্বর তুললে, তার অন্নসংস্থান কেড়ে নেওয়া হবে! এটা কিছুতেই মেনে নিতে পারছি না।’’ এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগোযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি।

Advertisement
আরও পড়ুন