Dhurandhar

‘প্রোপাগান্ডা নিয়ে কোনও আগ্রহ নেই’, ‘ধুরন্ধর’ নিয়ে মন্তব্য করতেই কটাক্ষের শিকার পরিচালক

মন্তব্যের পরেই কটাক্ষ ধেয়ে আসে সঞ্জয়ের দিকে। যদিও এই পোস্টের তলায় সঞ্জয়কে ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং আদিত্য ধর। কিন্তু নেটাগরিকের একাংশ তাঁর উদ্দেশে নানা কুমন্তব্য করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:২৪
‘ধুরন্ধর’ নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার বলিউড পরিচালক।

‘ধুরন্ধর’ নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার বলিউড পরিচালক। ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ ছবি একপেশে আর প্রচারসর্বস্ব কি না, তাই নিয়ে তরজা চলছে। ছবি নিয়ে মন্তব্য করার পর থেকেই কটাক্ষের শিকার পরিচালক সঞ্জয় গুপ্ত। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’, ‘জজ়বা’, ‘কাবিল’, ‘মুম্বই সাগা’র মতো ছবির পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি ‘ধুরন্ধর’ দেখে নিজের মতামত ভাগ করে নেন তিনি।

Advertisement

ছবির নির্মাণ ও অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন সঞ্জয়। কিন্তু সেই সঙ্গে খোঁচাও দিয়েছেন। পরিচালক লেখেন, “অবশেষে ‘ধুরন্ধর’ দেখলাম আর খুব উপভোগ করলাম। আমার জন্যে এই ছবি ‘ওয়ান ম্যান শো’। আর সেই মানুষটা হলেন আদিত্য ধর। তবে আমি ওই ‘প্রোপাগান্ডা’ বিষয়গুলো নিয়ে একটুও আগ্রহী নই। আমার ছবি দেখতে মজা লেগেছে এবং সঙ্গীতও দারুণ। সকল কলাকুশলীকে শুভেচ্ছা।”

এই মন্তব্যের পরেই কটাক্ষ ধেয়ে আসে সঞ্জয়ের দিকে। যদিও এই পোস্টের তলায় সঞ্জয়কে ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং আদিত্য। কিন্তু নেটাগরিকের একাংশ তাঁর উদ্দেশে নানা কুমন্তব্য করে। এই প্রসঙ্গে সঞ্জয় ফের লেখেন, “আমি বিশ্বাস করতে পারছি না, একদল মূর্খ আমাকে গালাগাল করছে এই মন্তব্যের জন্য। আমি বরং বলতে চেয়েছিলাম, এই ছবিতে কোনও ‘প্রোপাগান্ডা’ নেই।”

উল্লেখ্য, বক্সঅফিসে এক সপ্তাহের মধ্যেই ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। সেই ছবি ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্কও। এমনকি, পাকিস্তান থেকেও এসেছে ইতিবাচক ও নেচিবাচক দুই প্রতিক্রিয়াই। কিন্তু জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার দেশগুলিতে পুরোপুরি নিষিদ্ধ হয়েছে এই ছবি। বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরব আমিরশাহীতে এখনও মুক্তি পায়নি ‘ধুরন্ধর’।

Advertisement
আরও পড়ুন