March OTT release 2025

এই প্রজন্মের প্রেমের গল্প থেকে কল্পবিজ্ঞান! মার্চে ওটিটি-তে কী কী দেখতেই হবে?

কোনও ছবি প্রেক্ষাগৃহে দেখতে না পারলেও, নির্দিষ্ট সময় পরে সেই ছবি চলে আসে ওটিটি মঞ্চে। মার্চ মাসেও এমনই কিছু ছবি ও সিরিজ় মুক্তি পাবে বিভিন্ন ওটিটি মঞ্চে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৪:১৩
From Emergency to Nadaniya, watch these five content on OTT platforms in the month of March

মার্চ মাসে ওটিটি-তে একাধিক ছবি ও সিরিজ়। ছবি: সংগৃহীত।

ব্যস্ততার যুগে প্রেক্ষাগৃহে ছবি দেখে উঠতে পারেন না অনেকেই। তবে সেই সমস্যার সমাধান রয়েছে হাতের মুঠোতেই। কোনও ছবি প্রেক্ষাগৃহে দেখতে না পারলেও, নির্দিষ্ট সময় পরে সেই ছবি চলে আসে ওটিটি মঞ্চে। মার্চ মাসেও এমনই কিছু ছবি ও সিরিজ় মুক্তি পাবে বিভিন্ন ওটিটি মঞ্চে। দেখে নেওয়া যাক, এই মাসের পাঁচটি ওটিটি ছবি, যেগুলি না দেখলেই নয়।

Advertisement

১) ইমার্জেন্সি: কঙ্গনা রনৌত পরিচালিত এই ছবি নিয়ে চর্চা হয়েছে বিস্তর। বহু কাঠখড় পোড়ানোর পরে এই ছবির মুক্তির ছাড়পত্র মিলেছিল। তবে বক্স অফিসে সে ভাবে সাড়া ফেলতে পারেনি। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। ১৭ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। কঙ্গনা ছাড়াও ছবিতে রয়েছেন অনুপম খের, শ্রেয়স তলপাড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমন-সহ আরও অনেকে।

২) নাদানিয়া: সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এই ছবির হাত ধরেই অভিনয়ের সফর শুরু করেছেন। তাঁর বিপরীতে অভিনয় করেছেন খুশি কপূর। শ্রীদেবী কন্যাকে দেখা যাবে দক্ষিণ দিল্লির অভিজাত ও ধনী পরিবারের এক যুবতীর চরিত্রে। অন্য দিকে, ইব্রাহিম অভিনীত চরিত্রটি মধ্যবিত্ত পরিবারের। প্রেমিক হিসাবে ইব্রাহিমকে ভাড়া করেন খুশি। তার পর সেখান থেকে বাস্তবে প্রেমের শুরুয়াত। ৭ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই ছবি।

৩) বি হ্যাপি: ‘লুডো’ ছবির পরে ফের শিশুশিল্পী ইনায়ত বর্মার বাবার চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। ‘সিঙ্গল ফাদার’-এর চরিত্রে অভিনয় করছেন জুনিয়র বচ্চন। আগামী ১৪ মার্চ আমাজ়ন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাচ্ছে এই ছবি। ‘বি হ্যাপি’ ছবিতে রয়েছেন নোরা ফতেহি, হরলিন শেঠি, জনি লিভারও।

৪) দ্য ইলেকট্রিক স্টেট: কল্পবিজ্ঞানের উপর নির্মিত সিরিজ় ‘স্ট্রেঞ্জার থিংগস্’ অত্যন্ত জনপ্রিয়। সেই একই ঘরানার ছবি ‘দ্য ইলেকট্রিক স্টেট’। এই ছবিতেও রয়েছেন মিলি ববি ব্রাউন। এ ছাড়াও রয়েছেন জো রুসো, ক্রিস প্যাট। এই ছবি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ১৪ মার্চ।

৫) ডেয়ারডেভিল: বর্ন এগেন: ‘ডেভিল অফ হেলস কিচেন’ ছবির অন্ধ আইনজীবী ও যোদ্ধা ম্যাট মার্ডককে ঘিরে তৈরি এই ছবি। ‘মার্ভেল’-এর সবচেয়ে নির্মম খলনায়কের প্রত্যাবর্তন এই ছবিতে। জানা যাচ্ছে, এই ছবিতে আরও বেশি করে অন্ধকার দিকগুলি তুলে ধরা হয়েছে। জিয়ো হটস্টারে ৪ মার্চ এই ছবি মুক্তি পাবে।

Advertisement
আরও পড়ুন