(বাঁ দিকে) ধর্মেন্দ্র, (ডান দিকে) হেমা মালিনী। ছবি: সংগৃহীত।
ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন প্রায় দু’সপ্তাহ হয়ে গিয়েছে। বেঁচে থাকলে ৮ ডিসেম্বর ৯০ বছরের জন্মদিন পালন করতেন অভিনেতা। ধর্মেন্দ্রের মৃত্যুর পর থেকে শোকস্তব্ধ দেওল পরিবার। অভিনেতার জন্মদিনে স্বামীকে নিয়ে মনের কোন গোপন কথা উজাড় করে দিলেন?
পর্দায় তাঁর প্রেমে পড়েছিলেন একাধিক নারী। সেই ধর্মেন্দ্রই একদিন প্রেমে পড়লেন হেমা মালিনীর। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগ না করলেও, নিজের ধর্ম বদলে হেমাকে বিয়ে করেন অভিনেতা। দুই সম্পর্ক ঘিরে ছিল দ্বন্দ্ব, জটিলতা, টানাপড়েন। ছিল আবেগও। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ত্যাগ করা যাবে না, এমনই নাকি নিদান দিয়েছিলেন অভিনেতার মা। যদিও, কখনও অভিনেতার পরিবারকে বিরক্ত করেননি হেমাও। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি কাউকে কোনও দিন বিরক্ত করতেই চাননি। কারণ তাঁর বিশ্বাস, ভালবাসায় আশা রাখতে নেই, বরং নিজেকে সমর্পণ করতে হয়।
ধর্মেন্দ্রের জন্মদিনে স্বভাবতই মনখারাপ হেমার। তিনি প্রথমে আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘‘তুমি নেই তা-ও সপ্তাহখানেক হল। আমাকে একা ছেড়ে চলে গেলে। নিজের ভাঙা হৃদয়ের টুকরোগুলো জোড়ার চেষ্টা করছি। আমি জানি, তোমার আত্মা সারাজীবন আমার সঙ্গে থাকবে। তুমি আমাকে সুন্দর দুই সন্তান দিয়েছ। তেমনই সুন্দর সময় কাটিয়েছি আমরা। তোমার দেওয়া সুখস্মৃতিকে সঙ্গে করেই কাটিয়ে দেব বাকি জীবন। শুভ জন্মদিন আমার ভালবাসা।’’ ধর্মেন্দ্রের জন্মদিনে আবেগতাড়িত পোস্ট দেন সানি দেওল। বাবাকে প্রতিটা দিন মিস্ করেন বলে লেখেন ঈশা দেওল।