Kiran Rao on Aamir Khan

আমিরকে বিয়ে কিরণের, সিদ্ধান্ত শুনে কী বলেছিলেন পরিচালকের বাবা-মা?

চার বছর আগে বিবাহবিচ্ছেদ হলেও আমির খান এবং কিরণ রাও একে অপরের সঙ্গে কাজ করেন এখনও। সন্তান আজ়াদের দায়িত্বও দু’জনে একসঙ্গে বহন করে চলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৬:২০
Kiran Rao shares her parent’s reaction to her marriage with Aamir Khan

আমির খানের সঙ্গে কিরণ রাও। ছবি: সংগৃহীত।

আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের বিয়ে বলিউডে চর্চিত বিষয়। ২০০৫ সালে দু’জনের বিয়ে হয়। ‘লগান’ ছবির সেটে আমিরের সঙ্গে কিরণের প্রথম আলাপ। তার পর প্রেম। সেই সময় এই বিয়ের খবরে ইন্ডাস্ট্রিতে অনেকেই অবাক হয়েছিলেন। আমিরকে বিয়ের সিদ্ধান্ত বাড়িতে জানানোর পর অবাক হয়েছিলেন কিরণের বাবা-মা।

Advertisement

সম্প্রতি এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কিরণ মন খুলে কথা বলেছেন। ‘লাপতা লেডিজ়’ ছবির পরিচালক জানান, আমিরকে বিয়ের সিদ্ধান্ত জানানোর পর তাঁর মা-বাবা খুব অবাক হন। কিরণ বলেন, ‘‘ওঁরা খুবই অবাক হয়েছিলেন। ভেবেছিলেন যে বিয়ের পর আমিরের ব্যক্তিত্বের ছায়ায় আমি হয়তো ঢাকা পড়ে যাব।’’

কিরণ জানান, শুরুতে বাবা-মায়ের মতো তিনিও ভেবেছিলেন যে আমিরের ছায়ায় তিনি ঢাকা পড়ে যাবেন। কিন্তু আমিরের সমর্থন, তাঁকে সে রকম কিছু অনুভব করতে দেয়নি। কিরণ বলেন, ‘‘আমির কিন্তু কোনও দিন আমাকে কী করতে হবে সেটা বলে দেয়নি। সব সময় আমাকে আমার মতোই থাকার পরামর্শ দিয়েছে। আমাদের সম্পর্কের এটাই অন্যতম ভাল দিক।’’

২০২১ সালে দাম্পত্যে ইতি টানেন আমির-কিরণ। কিন্তু তার পরেও তাঁরা যৌথ ভাবেই সন্তান আজ়াদকে বড় করে তুলছেন। এমনকি তাঁরা একসঙ্গে কাজও করেন। কিরণ বলেন, ‘‘যা-ই হোক না কেন, আমরা সব সময়েই একে অপরের পাশে থাকব।’’

Advertisement
আরও পড়ুন