Koel Mallick

Koel Mallick: দুর্গাপুজোয় কোয়েলের বাড়িতে বিয়ের সানাই

কেবল পুজোর ঢাক নয়, এ বার অক্টোবর মাসে মল্লিক বাড়িতে বিয়ের সানাইও বাজতে চলেছে। আগামী ৮ অক্টোবর বিয়ের অনুষ্ঠান কোয়েলের বাড়িতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৩
কোয়েলের বাড়িতে বিয়ে।

কোয়েলের বাড়িতে বিয়ে।

কেবল পুজোর ঢাক নয়, এ বার অক্টোবর মাসে মল্লিক বাড়িতে বিয়ের সানাইও বাজতে চলেছে। আগামী ৮ অক্টোবর বিয়ে করবেন কোয়েল মল্লিকের খুড়তুতো ভাই দেবজয় মল্লিক। ‘সর্বজয়া’ ধারাবাহিকের খলনায়ক দেবজয়ের পাত্রী রূপশ্রী চক্রবর্তী পেশায় পুষ্টিবিদ। রূপশ্রীর সঙ্গে কোয়েলের সম্পর্ক ভাল।

বাড়ি থেকেই দেবজয়ের বিয়ে স্থির করা হয়েছে। রূপশ্রী কলেজে পড়াকালীন তাঁর বাবা-মা দেবজয়কে জামাই হিসেবে পছন্দ করেন। তার পর ৭ বছর ধরে একে অপরকে চিনেছেন তাঁরা। প্রেমে পড়েছেন, বন্ধুত্ব গাঢ় হয়েছে। এই পুজোয় সেই দুই বন্ধুর চার হাত এক হবে।

Advertisement
রূপশ্রী এবং দেবজয়

রূপশ্রী এবং দেবজয়

সংবাদমাধ্যম সূত্রে খবর, কোভিডের নিয়মবিধি মেনেই বিয়ের অনুষ্ঠান হবে। তবে মল্লিকবাড়ির সদস্য বলে কথা। তাই টলি এবং টেলিপাড়ার অনেক শিল্পী নিমন্ত্রিত। ৮ অক্টোবর গোলপার্কে বিয়ে। ১০ অক্টোবর চারু মার্কেটে মল্লিক বাড়িতে বৌভাত।

Advertisement
আরও পড়ুন