jay Bhanushali mahhi Vij

জয়ের ১৫ বছরের দাম্পত্যজীবনে ইতি, পাঁচ কোটি টাকার খোরপোশ চেয়েছেন স্ত্রী মাহি!

সম্প্রতি জয় তাঁর সমাজমাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন মাহির ছবি। একই কাজ করেছেন মাহি। শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি খোরপোশ চেয়েছেন প্রায় পাঁচ কোটি টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৪:৩০
(বাঁ দিকে) জয় ভানুশালী। মাহি ভিজ (ডান দিকে) ।

(বাঁ দিকে) জয় ভানুশালী। মাহি ভিজ (ডান দিকে) । ছবি: সংগৃহীত।

হিন্দি টেলিভিশনের অন্যতম তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ। প্রায় ১৫ বছরের দাম্পত্যজীবন তাঁদের। সেই সম্পর্কই নাকি শেষের মুখে। গত অগস্ট মাসেই নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাঁদের। সম্প্রতি জয় তাঁর সমাজমাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন মাহির ছবি। একই কাজ করেছেন মাহি। শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি খোরপোশ চেয়েছেন প্রায় পাঁচ কোটি টাকা।

Advertisement

সম্প্রতি এই খবর চারপাশে ছড়িয়ে পড়তেই মাহি বলেন, ‘‘ প্রমাণ থাকলে তবেই কথা বলবেন। তিনি জানিয়েছেন,তাঁর কাছ থেকে কিছু শোনা না পর্যন্ত কোনও ভুয়ো কথায় কেউ যেন বিশ্বাস না করেন। তিনি বলেন, “এ সব খোরপোশ আমি বুঝি না। স্বামী টাকা রোজগার করছেন মানেই তার উপর নিজের অধিকার হবে তেমন নয়। আর পথ আলাদা হয়ে গেলে তো কথাই নেই। যে রোজগার করে টাকা তার।’’ যে সব মহিলা গৃহকর্মী, বাইরের উপার্জন নেই, তাঁরা খোরপোশ নিতে পারেন বলে মাহি মনে করেন। তিনি আরও বলেন, ‘‘ যে মহিলারা রোজগার করতে পারবেন তাঁদের স্বামী বা পিতার উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই তো। রাস্তা আলাদা হলে, নিজেকে রোজগার করতে হবে।’’ পাশাপাশি মাহি এ-ও জানান, জয় তাঁর পরিবারের অংশ।

Advertisement
আরও পড়ুন