Ranveer Allahbadia controversy

‘সঙ্গম’ মন্তব্যের জন্য জাতীয় মহিলা কমিশনকে কী জানালেন রণবীর? বিতর্ক থেকে এখনই মুক্তি নেই!

গত সোমবার সুপ্রিম কোর্ট রণবীরকে তাঁর অনুষ্ঠান ফের শুরু করার ছাড়পত্র দিয়েছে। কিন্তু এখানেই সমস্যার ইতি হয়নি। জাতীয় মহিলা কমিশনও আপত্তি জানায় রণবীরের মন্তব্য নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৪:২৬
National women’s commission’s chief reveals what Ranveer Allahbadia said in front of them

জাতীয় মহিলা কমিশনকে কী বললেন রণবীর? ছবি: সংগৃহীত।

‘বাবা-মায়ের সঙ্গম’ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন রণবীর ইলাহাবাদিয়া। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামে একটি অনুষ্ঠানে এই অশ্লীল মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও দায়ের করা হয়েছিল। তবে গত সোমবার সুপ্রিম কোর্ট রণবীরকে তাঁর অনুষ্ঠান ফের শুরু করার ছাড়পত্র দিয়েছে। কিন্তু এখানেই সমস্যার ইতি হয়নি। জাতীয় মহিলা কমিশনও আপত্তি জানায় রণবীরের মন্তব্য নিয়ে। বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের সঙ্গে দেখা করেছিলেন ইউটিউবার।

Advertisement

রণবীর অনুতাপ প্রকাশ করেন এই দিন। এ দিন ইউটিউবারের বক্তব্য প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের প্রধান বিজয়া কিশোর রাহাতকর। উল্লিখিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে একটি চিঠি দিয়েছেন রণবীর ও ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এ উপস্থিত আরও এক কৌতুকশিল্পী অপূর্বা মুখিজা। বিজয়া কিশোর রাহতকর বলেছেন, “রণবীর আমাদের বলেছেন, যা ঘটে গিয়েছে, তা এখন কোনও ভাবেই ফিরিয়ে নেওয়া যাবে না। তবে ভবিষ্যতে তিনি সতর্ক থাকবেন।”

রণবীর সেই অনুষ্ঠানে বলেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” বিজয়া কিশোর স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের মন্তব্য খুবই আপত্তিকর। জাতীয় মহিলা কমিশনের তরফে মেনে নেওয়া হবে না। তিনি বলেছেন, “আমরা ওঁদের বলেছি, এই মন্তব্যের জন্য ওঁদের বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ করতে পারি।”

বৃহস্পতিবার রণবীর ও অপূর্বা দু’জনকেই দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজনে তাঁদের ফের ডেকে পাঠানো হতে পারে বলে জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন রণবীর।

Advertisement
আরও পড়ুন